Murder Accused Arrested in Delhi

জামিন পেয়ে চার বছর ধরে উধাও! ৬০০ কিলোমিটার ধাওয়া করে খুনে অভিযুক্তকে জেলে ভরল পুলিশ

তদন্তে পুলিশ জেনেছে, ট্রাক চালকের কাজ নিয়েছিলেন সোনু। সেই ট্রাক নিয়েই ঘুরে বেড়াতেন বিভিন্ন রাজ্যে। পুলিশের চোখে ধুলো দিতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:৩৯
Share:

ধৃত সোনু ওরফে মনোজ। ছবি: সংগৃহীত।

খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুবক। তার পরে জামিনও পেয়েছিলেন। কিন্তু জামিনের শর্ত না মেনেই ফেরার হয়ে গিয়েছিলেন সোনু ওরফে মনোজ। তার পর চার বছর কেটে গিয়েছে। তাঁকে ধরতে পারেনি দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত ৬০০ কিলোমিটার পথ ধাওয়া করে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হল সোনুকে। বিবৃতি দিয়ে জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অনিল নামে এক ব্যক্তিকে অপহরণ করে সোনু খুন করেছিলেন বলে অভিযোগ। সঙ্গে ছিলেন দুই বন্ধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝগড়ার সময় অনিল মারধর করেছিলেন সোনুকে। প্রতিশোধ নিতেই তাঁকে সোনু খুন করেছিলেন বলে অভিযোগ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ দমন শাখা) বিক্রম সিংহ জানিয়েছেন, অনিলের দেহ একটি নালায় ফেলে দেওয়া হয়েছিল। দেহ যাতে শনাক্ত করা না যায়, সে জন্য ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। তার পরেই সোনুকে গ্রেফতার করে পুলিশ।

সোনুকে ২০২০ সালে অন্তর্বর্তী জামিন দেয় আদালত। ক্যানসার আক্রান্ত বাবার চিকিৎসা করানোর জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এর পরেই ফেরার হয়ে যান সোনু। তার পর থেকে তাঁকে খুঁজে চলেছে পুলিশ। তদন্তে তারা জেনেছে, ট্রাক চালকের কাজ নিয়েছিলেন তিনি। সেই ট্রাক নিয়েই ঘুরে বেড়াতেন বিভিন্ন রাজ্যে। শেষ পর্যন্ত বিশেষ সূত্রে খবর পেয়ে বিভিন্ন রাজ্যে ৬০০ কিলোমিটার পথ ধাওয়া করে সোনুকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement