National News

হিন্দুরাও সন্ত্রাসবাদী হয়ে উঠছেন, দক্ষিণপন্থীরাই দায়ী: বিস্ফোরক হাসন

একটি তামিল পত্রিকায় নিয়মিত কলম লেখেন কমল হাসন। সেখানে তিনি লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদের যোগ অস্বাকীর করতে পারে না দক্ষিণপন্থী সংগঠনগুলি’’। সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘আগে বিরোধীদের সঙ্গে আলোচনার রাস্তায় হাঁটত সংগঠনগুলি। এখন তারা সরাসরি হিংসার পথে নেমে এসেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৭:৪৭
Share:

ছবি:সংগৃহীত।

আর কিছু দিনের মধ্যেই সিনে দুনিয়া থেকে রাজনীতির জগতে পা রাখতে চলেছেন কমল হাসন। তার আগেই ঘোষণা করেছেন তাঁর রাজনীতির রং আর যাই হোক না কেন, গেরুয়া হবে না। এ বার বিতর্ক উসকে দিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য ঝড় তুলল রাজনীতির ময়দানে।

Advertisement

একটি তামিল পত্রিকায় নিয়মিত কলম লেখেন কমল হাসন। সেখানে তিনি লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদের যোগ অস্বাকীর করতে পারে না দক্ষিণপন্থী সংগঠনগুলি’’। সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘আগে বিরোধীদের সঙ্গে আলোচনার রাস্তায় হাঁটত সংগঠনগুলি। এখন তারা সরাসরি হিংসার পথে নেমে এসেছে।’’

আরও পড়ুন:

Advertisement

হলি-বলির মৌরসীপাট্টার বিরুদ্ধে সরব পরিচালকরা

৪৪ বছর ধরে মাত্র ২ টাকায় রোগী দেখছেন এই চিকিত্সক

কমল লিখেছেন, আগে হিন্দু সন্ত্রাসের বিষয়টিকে চ্যালেঞ্জ করতে পারত দক্ষিণপন্থী সংগঠনগুলি। কিন্তু এখন এই সংগঠনগুলিকেই গ্রাস করেছে সন্ত্রাস। তাঁর কথায়, ‘‘হিন্দুরা সত্যমেব জয়তের ওপর আস্থা হারিয়ে ফেলছে। তাঁরাও এখন বিশ্বাস করে গায়ের জোরে অধিকার ছিনিয়ে নেওয়া যায়।’’

দিন কয়েক আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেছিলেন কমল হাসন। তিনি সুপারস্টারকে প্রশ্ন করেন, দক্ষিণে দ্রাবিড়-তামিল শান্তিপূর্ণ সহাবস্থানকে ধ্বংস করেছে সাম্প্রদায়িকতা, এই প্রসঙ্গে কমল কী ভাবেন। তারই প্রেক্ষিতে বর্ষীয়াণ অভিনেতা এই মন্তব্য করেছেন বলে মনে করছে কূটনৈতিক মহল।

কমল যে রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন। আগামী ৭ নভেম্বর তাঁর জন্মদিন। ওই দিনই রাজনীতিতে পা রাখতে পারেন বলে ভক্তদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছিলেন। পাশাপাশি, সে দল যে বিজেপি বিরোধী হবে, সেটাও বলেছিলেন কমল। তার আগেই এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন