Madhya Pradesh

Guna: নিরাপত্তারক্ষী নেই, নেই কনভয়, ভোটব্যবস্থা দেখতে সাইকেলেই ছুটলেন অতিরিক্ত জেলাশাসক

গুনা থেকে বমোরীর দূরত্ব ৫০ কিলোমিটার। ওই দূরত্ব গাড়িতে না গিয়ে তিনি সাইকেল চালিয়েই সেখানে পৌঁছন।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৯:১৭
Share:

গুনার অতিরিক্ত জেলাশাসক আদিত্য সিনগ তোমর। (বাঁ দিকে)

গাড়ি, নিরাপত্তারক্ষী নিয়ে নয়, ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে নির্বাচনী ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন অতিরিক্ত জেলাশাসক। ২ ঘণ্টা ৫০ মিনিট সাইকেল চালিয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলি ঘুরে ঘুরে দেখে আসেন তিনি।

Advertisement

শনিবার মধ্যপ্রদেশের বমোরীর দু’টি কেন্দ্রে ভোট ছিল। মোট ৫০৮টি বুথে ভোটগ্রহণ হয়। প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব পড়েছিল অতিরিক্ত জেলাশাসক আদিত্য সিনগ তোমরের। শুক্রবারই তিনি নির্বাচনী ব্যবস্থা দেখার জন্য গুনা থেকে বমোরী রওনা হন।

গুনা থেকে বমোরীর দূরত্ব ৫০ কিলোমিটার। ওই দূরত্ব গাড়িতে না গিয়ে তিনি সাইকেল চালিয়েই সেখানে পৌঁছন। জানা গিয়েছে, স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন। প্রতি দিন ৩০ কিলোমিটারের বেশি সাইকেল চালানোর অভ্যাস রয়েছে তাঁর। তাই আদিত্য স্থির করেন, ৫০ কিলোমিটার পথ সাইকেলেই যাবেন। অতিরিক্ত জেলাশাসককে সাইকেল নিয়ে নির্বাচনী ব্যবস্থা পরিদর্শন করতে দেখে বমোরীর বাসিন্দারা স্তম্ভিত হয়ে যান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন