বেসরকারি স্কুলগুলিকে এ বার বেআইনি ঘোষণা

গুয়াহাটিতে গড়ে ওঠা প্রায় অর্ধেক বেসরকারি স্কুলকেই বেআইনি ঘোষণা করলেন কামরূপ মহানগরে জেলাশাসক এম আঙ্গামুথু। তিনি আজ সাংবাদিক সম্মেলনে বলেন, “কামরূপ মহানগর এলাকায় ৩৭৭টি উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ২৫৬টি। এদের মধ্যে ১৪৫টি স্কুলই জেলা প্রশাসন বা জেলা শিক্ষা দফতর থেকে বৈধ অনুমতি না নিয়ে চালানো হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ০৩:৩৫
Share:

গুয়াহাটিতে গড়ে ওঠা প্রায় অর্ধেক বেসরকারি স্কুলকেই বেআইনি ঘোষণা করলেন কামরূপ মহানগরে জেলাশাসক এম আঙ্গামুথু। তিনি আজ সাংবাদিক সম্মেলনে বলেন, “কামরূপ মহানগর এলাকায় ৩৭৭টি উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ২৫৬টি। এদের মধ্যে ১৪৫টি স্কুলই জেলা প্রশাসন বা জেলা শিক্ষা দফতর থেকে বৈধ অনুমতি না নিয়ে চালানো হচ্ছে।’’ তাঁর কথায়, শহরের বহু পড়ুয়ার ভবিষ্যত্‌ জড়িয়ে রয়েছে এই স্কুলগুলির সঙ্গে। স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে সব রকমের নথিপত্র-সহ প্রশাসনের কাছে প্রয়োজনীয় অনুমতির আবেদন না জানালে তাঁরা স্কুলগুলি বন্ধ করে দিতে বাধ্য হবেন। আঙ্গামুথুর কথায়, বেআইনি স্কুলগুলিকে চিহ্নিত করতে প্রশাসন ও শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়া হয়েছে। কমিটি সব স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখবে। যে সব স্কুল ছাত্রছাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ফিজ্ নিচ্ছে, শিক্ষক ও কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না বা ভাল শিক্ষক নিয়োগ করছে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

জেলাশাসক আরও জানান, গুয়াহাটির স্কুলবাসগুলির অবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি পরিবহণ দফতর, পুলিশ ও প্রশাসনের যৌথ দল তৈরি করা হয়। তারা জানিয়েছে, শহর ও আশপাশে স্কুলের বাচ্চাদের আনা-নেওয়ার জন্য ৮৫১টি বাস চলে। তার মধ্যে সম্প্রতি ৫২৪টি বাসের পরীক্ষা হয়েছে। এদের মধ্যে প্রায় শ’খানেকের বেশি বাস বিভিন্ন কারণে নির্ধারিত মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গুয়াহাটি ও তার আশপাশের সব স্কুলবাসকে ৩০ এপ্রিলের মধ্যে সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ঢেলে সাজার নির্দেশ দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, যানজট এড়াতে আগেই জেলাশাসক নির্দেশ দিয়েছিলেন, এপ্রিল থেকে নিজস্ব গাড়ি নয়, স্কুল বাসেই ছাত্রছাত্রীকে স্কুলে পাঠাতে হবে। তবে আজ তিনি বলেন, “বহু স্থান থেকে স্কুলবাস মেলে না। সে ক্ষেত্রে নিজের গাড়ি বা ভাড়া গাড়িতে পড়ুয়াদের পাঠানো যাবে।’’ কিন্তু সেই গাড়িগুলিকে আঞ্চলিক পরিবহণ দফতরের অনুমতি নিতে হবে। শুধু স্কুলে নামানো ও ফেরার সময় ছাত্রছাত্রী ওঠানোর জন্য নিজস্ব গাড়ি কিছুক্ষণ স্কুলের সামনে দাঁড়াতে পারবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন