দ্বন্দ্ব শেষ, স্বস্তিতে জেলিয়াং

চার মাস পর অন্তর্দ্বন্দ্ব ভুলে ফের ঐক্যবদ্ধ নাগাল্যান্ডের শাসকদল এনপিএফ। মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং ও সভাপতি সুরহোজেলির নেতৃত্ব অস্বীকার করে সমান্তরাল শাখা গড়েছিলেন দলের বিক্ষুব্ধ নেতারা। নেতৃত্বে ছিলেন নোকে ওয়াংনাও। বিদ্রোহ দমনে দুই মন্ত্রী, সাত বিধায়ককে দল থেকে বের করে দেন জেলিয়াং ও সুরহোজেলি। কিন্তু, বিদ্রোহ দমন করা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৯:৪২
Share:

চার মাস পর অন্তর্দ্বন্দ্ব ভুলে ফের ঐক্যবদ্ধ নাগাল্যান্ডের শাসকদল এনপিএফ। মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং ও সভাপতি সুরহোজেলির নেতৃত্ব অস্বীকার করে সমান্তরাল শাখা গড়েছিলেন দলের বিক্ষুব্ধ নেতারা। নেতৃত্বে ছিলেন নোকে ওয়াংনাও। বিদ্রোহ দমনে দুই মন্ত্রী, সাত বিধায়ককে দল থেকে বের করে দেন জেলিয়াং ও সুরহোজেলি। কিন্তু, বিদ্রোহ দমন করা যায়নি। গত কাল কোহিমার ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে এনপিএফের সাধারণ সভা ডাকা হয়। দলের ৩৮ জন বিধায়ক, দুই সাংসদকে পাশে নিয়ে নোকে, সুরহোজেলি ও জেলিয়াং ঘোষণা করেন— বিবাদ শেষ। ফের একসঙ্গে চলবে এনপিএফ। নোকের নেতৃত্বে বিরোধী গোষ্ঠী সুরহোজেলিকে সভাপতি ও জেলিয়াংকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেন। দু’পক্ষই জানান, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ও নাগাল্যান্ডের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত। সুরহোজেলি বলেন, ‘‘এই দ্বন্দ্বে দলের যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে সকলকে হাত লাগাতে হবে। এরপরেও যাঁরা ঐক্যের বিপক্ষে কাজ করবেন, তাঁদের সরিয়ে রেখেই আমাদের এগোতে হবে।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সাংবিধানিক সংকট থেকে মুক্তি পেলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন