Jagan Mohan Reddy

নাম বদলাচ্ছে না আব্দুল কালাম পুরস্কারের, চাপের মুখে পিছু হঠল জগন্মোহন সরকার

সরকারি সূত্রে জানানো হয়েছে, এ দিন সকালে বিষয়টি মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির নজরে আসে। তড়িঘড়ি তিনি নির্দেশ দেন আব্দুল কালাম পুরস্কারের নাম পরিবর্তন করা যাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

অমরাবতী শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৭:৫৩
Share:

জগন্মোহন রেড্ডি। ফাইল চিত্র।

এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কার-এর নাম অপরিবর্তিতই থাকছে। প্রবল চাপ ও সমালোচনার মুখে পড়ে এই পুরস্কারের নাম পরিবর্তনে কার্যত পিছু হটতে বাধ্য হল অন্ধ্রপ্রদেশ সরকার। মঙ্গলবার তারা জানিয়ে দিল, কোনও ভাবেই ওই নাম পরিবর্তন করা হচ্ছে না।

Advertisement

সরকারি সূত্রে জানানো হয়েছে, এ দিন সকালে বিষয়টি মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির নজরে আসে। তড়িঘড়ি তিনি নির্দেশ দেন আব্দুল কালাম পুরস্কারের নাম পরিবর্তন করা যাবে না। পাশাপাশি তিনি জানান, পুরস্কার দেওয়া হবে আব্দুল কালাম, মহাত্মা গাঁধী এবং বিআর অম্বেডকরের নামে।

প্রতি বছর ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে রাজ্যে কৃতী ছাত্রছাত্রীদের এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কার দেওয়া হয়। নিয়ম মেনে এ বছরও সেই পুরস্কার দেওয়ার কথা রয়েছে। কিন্তু সোমবারই এক নির্দেশে রাজ্য সরকার জানায়, এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কারের নাম পরিবর্তন করা হচ্ছে। নাম পরিবর্তন করে রাখা হবে ওয়াইএসআর বিদ্যা পুরস্কার। ওয়াইএসআর হলেন জগন্মোহনের বাবা। অন্ধ্রপ্রদেশের দু’বারের মুখ্যমন্ত্রী। ২০০৯-এ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

আরও পড়ুন: উকিলদের সঙ্গে সংঘর্ষের জের, পুলিশকর্মীদের বেনজির বিক্ষোভ দিল্লিতে

আরও পড়ুন: লুঠ করল সব, তার পর সিমকার্ড আর কিছু টাকা ফেরতও দিয়ে গেল ‘মানবিক’ লুটেরা

জগন সরকারের এই ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি টুইট করে বলেন, “এই দেশের জন্য ডক্টর কালামের অবদান অনেক এবং তাঁর কাজ প্রেরণাদায়ক। এটা জগন সরকারের একটা হতাশাজনক সিদ্ধান্ত।”

রাজ্যে ক্ষমতায় আসার পরই গত কয়েক মাসে ওয়াইএসআর-এর নামে প্রাক্তন সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর নাম পরিবর্তন করেছেন জগন্মোহন রেড্ডি। এ জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সোমবার সেই তালিকার নতুন সংযোজন ছিল এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কার। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই নাম পরিবর্তনের সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠতে হল জগন্মোহন রেড্ডিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন