Uttar Pradesh Suicide Case

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাঁরই ওড়না ছিনিয়ে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২০ বছরের প্রেমিক!

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স মাত্র ২০ বছর। রবিবার ক্ষেতের কাজে যাওয়ার সময় কয়েক জন কৃষক তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাস্তার পাশে ক্ষেতে একটি গাছ থেকে ঝুলছে যুবকের দেহ। গাছের তলায় বসে কেঁদেই চলেছেন এক তরুণী। প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচলতি মানুষেরা। কিছু ক্ষণের মধ্যে ভিড় জমে যায়। কান্নার বেগ বাড়ে সেই তরুণীর। কাঁদতে কাঁদতে তাঁর দাবি, ঝগড়া করে তাঁরই ওড়না নিয়ে গিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স মাত্র ২০ বছর। রবিবার ক্ষেতের কাজে যাওয়ার সময় কয়েক জন কৃষক তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খানিক এগিয়ে যেতে তাঁরা দেখেন, দেহের অনতিদূরে বসে কান্নাকাটি করছেন এক তরুণী। সকলের কৌতূহলী দৃষ্টি দেখে তরুণীর স্বগতোক্তি, তাঁর সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়েছেন প্রেমিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাক্রমে দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। তদন্তের স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে।

সোমবার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, যুবকের মৃত্যুর নেপথ্যে রয়েছে প্রণয়ঘটিত সম্পর্ক। ২০ বছরের ওই যুবকের সঙ্গে গ্রামেরই এক তরুণীর প্রেম হয়। কিন্তু দু’জনে অন্য সম্প্রদায়ের বলে তাঁদের সম্পর্ক মানতে চায়নি পরিবার। ওই নিয়ে দু’জনে মানসিক চাপে ছিলেন। রবিবার সকালে তাঁরা দেখা করবেন বলে ঠিক করেন। সেই অনুযায়ী, গ্রামের অদূরে একটি ক্ষেতে যুগলের সাক্ষাৎ হয়। কিন্তু খানিক ক্ষণ পরে নিজেরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। আচমকা প্রেমিকার গলা থেকে ওড়না ছিনিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যায় চলে যান যুবক। কিছু ক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁর পিছু নিয়েছিলেন তরুণী। কিন্তু তিনি গিয়ে দেখেন, তাঁর ওড়না গলায় দিয়ে ফাঁস নিয়েছেন প্রেমিক। ওই তরুণীর বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চলছে বিস্তারিত তদন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement