কাশ্মীরে জঙ্গি হানা, নিহত ৪

দক্ষিণ কাশ্মীরে জঙ্গি দমনে একাধিক বড় অভিযানের পরিকল্পনা করছে সেনা। আজ কুলগামে জঙ্গি হামলায় নিহত হলেন এক পুলিশ-সহ তিন জন। তাঁদের মধ্যে এক জন অন্য রাজ্য থেকে আসা শ্রমিক। খতম এক জঙ্গিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৪:০৪
Share:

দক্ষিণ কাশ্মীরে জঙ্গি দমনে একাধিক বড় অভিযানের পরিকল্পনা করছে সেনা। আজ কুলগামে জঙ্গি হামলায় নিহত হলেন এক পুলিশ-সহ তিন জন। তাঁদের মধ্যে এক জন অন্য রাজ্য থেকে আসা শ্রমিক। খতম এক জঙ্গিও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কুলগামের মালপোরা মিরবাজার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছিল। তাতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কাজিগুন্দ থানা থেকে পুলিশের একটি দল পরিস্থিতি খতিয়ে দেখতে যায়। তখনই তাদের উপরে হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। নিহত হন মেহমুদ নামে কনস্টেবল-সহ তিন জন। পুলিশের গুলিতে খতম হয়েছে এক জঙ্গিও। তার কাছ থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গির নাম জাহাঙ্গির গনাই।

আজ ফের শুরু হয়েছে ছাত্র বিক্ষোভও। পুলওয়ামার একটি কলেজের ক্যাম্পাসে বাহিনীর চেকপোস্ট তৈরির জেরে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছিল কাশ্মীর। আজ কুপওয়ারার হান্দোয়ারা শহরের একটি কলেজের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। । পরে হান্দোয়ারা চকের দিকে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement