ফের দিলীপ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ‘দেশবিরোধী’ স্লোগান দিয়েছে, তাদের কলার ধরে বার করে দেবেন, বলেছেন ক’দিন আগে। শনিবার গোসাবায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে পাকিস্তান জিন্দাবাদ বলছে। বাইরে বললে জুতিয়ে সোজা করে দেব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৫৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ‘দেশবিরোধী’ স্লোগান দিয়েছে, তাদের কলার ধরে বার করে দেবেন, বলেছেন ক’দিন আগে। শনিবার গোসাবায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে পাকিস্তান জিন্দাবাদ বলছে। বাইরে বললে জুতিয়ে সোজা করে দেব। চোদ্দো পুরুষের নাম ভুলিয়ে দেব।’’ কানহাইয়াকে বাংলায় প্রচারে আনা নিয়ে দিলীপের মন্তব্য, ‘‘যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে, তাদের পাশে রাহুল গাঁধী। মানুষ বুদ্ধ, সুজন, ইয়েচুরিদের কথা শুনছে না। তাই কানহাইয়ার মতো চ্যাংড়া ছেলেকে আনছে।’’ বাম-কংগ্রেস উভয়ই মনে করছে, সহিষ্ণুতার সীমা ছাড়াচ্ছেন দিলীপ। ভোট আসতেই দেশপ্রেমের প্রশ্নে উস্কানি দিচ্ছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement