Haryana Cop Commit Suicide

হরিয়ানায় আত্মঘাতী আরও এক পুলিশকর্মী! সুইসাইড নোটে আঙুল স্ত্রী এবং শ্বশুরবাড়ির দিকে

কৃষ্ণের বাবা নরদেব সিংহ থানায় খবর দিয়ে জানান, ছেলে ঘরের দরজা খুলছেন না। এর পরেই পুলিশ ওই পুলিশকর্মীর বাড়িতে হাজির হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:৪৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হরিয়ানায় আত্মঘাতী হলেন আরও এক পুলিশকর্মী। শুক্রবার হরিয়ানা পুলিশ জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর কৃষ্ণ কুমার গুরুগ্রামে কর্মরত ছিলেন। তিনি নিজের পৈতৃক বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে কৃষ্ণ নিজের স্ত্রী এবং তাঁর পরিবারের দিকে আঙুল তুলেছেন। তাঁদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন।

Advertisement

কৃষ্ণের বাবা নরদেব সিংহ থানায় খবর দিয়ে জানান, ছেলে ঘরের দরজা খুলছেন না। এর পরেই পুলিশ ওই পুলিশকর্মীর বাড়িতে হাজির হয়। দরজা ভেঙে উদ্ধার করে তাঁর ঝুলন্ত দেহ। নরদেব জানিয়েছেন, তাঁর পুত্রবধূ কৃষ্ণের বিরুদ্ধে দিল্লির এক থানায় হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন কৃষ্ণ।

কৃষ্ণের স্ত্রী ইন্দু দিল্লিতে একটি স্কুলের শিক্ষিকা। তাঁদের দুই সন্তান ইন্দুর সঙ্গেই থাকেন। সম্প্রতি হরিয়ানায় আত্মঘাতী হয়েছেন ২০০১ ব‍্যাচের আইপিএস ওয়াই পূরণ কুমার। তিনি আঙুল তুলেছেন হরিয়ানা পুলিশের শীর্ষকর্তাদের দিকে। এর পরে তাঁর দিকে আঙুল তুলে আত্মঘাতী হন এএসআই সন্দীপ কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement