শোরগোল কর্নাটকে, বিজেপি চাইছে দল ভাঙাতে, দাবি কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, কংগ্রেসের ১০ জন, জেডি(এস)-এর ১৩ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। সরকার ফেলতে অন্তত ১৬-১৭ জনকে পদত্যাগ করাতে চাইছে নরেন্দ্র মোদীর দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:২৭
Share:

মুম্বইয়ের হোটেলে কংগ্রেসের তিন বিধায়ক, কর্নাটকে সরকার ভাঙাগড়ার খেলা?

ফের নাটক কর্নাটকে।

Advertisement

বিজেপিকে চমকে দিয়ে কর্নাটকে জেডি(এস)-কংগ্রেস জোট গড়ে সরকার তৈরি করেছিল। এ বার বিজেপি সেই সরকার ফেলে দিতে দল ভাঙানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলল কংগ্রেস ও জেডি(এস)। কংগ্রেসের অভিযোগ, কংগ্রেসের ১০ জন, জেডি(এস)-এর ১৩ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। সরকার ফেলতে অন্তত ১৬-১৭ জনকে পদত্যাগ করাতে চাইছে নরেন্দ্র মোদীর দল।

দিল্লিতে কর্নাটকের বিজেপি বিধায়কেরা পাল্টা অভিযোগ তুলেছেন, কুমারস্বামীই বিজেপির বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছেন। রাজ্যের বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা আজ দিল্লিতে বিধায়কদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছেন, কুমারস্বামীর এই পরিকল্পনা রুখতে কর্নাটকের বিজেপি বিধায়কেরা আগামী দু’তিন দিন দিল্লিতেই থাকবেন। অন্তত একশো জন বিধায়ককে গুরুগ্রামের একটি রিসর্টে রাখা হয়েছে। ইয়েদুরাপ্পার অভিযোগ, ‘‘বিজেপি নয়। কুমারস্বামীই আমাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছেন। আমরা কর্নাটকে সরকার গঠনের চেষ্টা করছি না।’’

Advertisement

কর্নাটকের বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে বিজেপির হাতে রয়েছে ১০৪টি। কংগ্রেস-জেডি(এস)-এর জোটের ১১৭ জন বিধায়ক রয়েছেন। জোটের ১৩ জন বিধায়ককে ভাঙাতে পারলেই বিজেপি ও ক্ষমতাসীন জোট, দুই তরফেরই বিধায়ক সংখ্যা ১০৪-এ নেমে আসতে পারে।

এমন একটা সময়ে এই দল ভাঙানোর খেলা শুরু হয়েছে, যখন লোকসভা ভোটের জন্য কংগ্রেস ও জেডি(এস)-এর মধ্যে আসন বণ্টন নিয়ে দর কষাকষি চলছে। কর্নাটক বিধানসভায় জেডি(এস)-এর আসন সংখ্যা কম হওয়া সত্ত্বেও রাহুল গাঁধী জেডি(এস)-এর এইচ ডি কুমারস্বামীকেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কুমারস্বামী গত সাত মাসে একাধিক বার কংগ্রেসের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ তুলেছেন। আজ ফের তিনি মন্তব্য করেছেন, ‘‘কংগ্রেস যেন আমাদের তৃতীয় শ্রেণির নাগরিক মনে না করে।’’

কর্নাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে জেডি(এস) এত দিন ১২টি দাবি করছিল। কুমারস্বামীর বাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া আজ জানিয়েছেন, তিন ভাগের এক ভাগ আসনে জেডি(এস) লড়তে চায়।

দেবগৌড়ার অভিযোগ, বিজেপি তাঁর ছেলের সরকার ফেলার চেষ্টা করছে। কুমারস্বামী নিজে অবশ্য তাঁর সরকারের কোনও বিপদ রয়েছে বলে মানতে রাজি নন। কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার অভিযোগ তুলেছেন, কংগ্রেসের তিন বিধায়ক মুম্বইয়ের একটি হোটেলে ঘাঁটি গেড়েছেন। বিজেপি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু কুমারস্বামীর দাবি, ওই তিন বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন