টেট উত্তীর্ণদের বিক্ষোভ বরাকে

নিযুক্তির দাবিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে চরম সময়সীমা বেধে অবস্থান বিক্ষোভ করলেন হাইলাকান্দি টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শহরের এডুকেশন কমপ্লেকসে ওই কর্মসূচি পালিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০২:৫৩
Share:

নিযুক্তির দাবিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে চরম সময়সীমা বেধে অবস্থান বিক্ষোভ করলেন হাইলাকান্দি টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

Advertisement

আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শহরের এডুকেশন কমপ্লেকসে ওই কর্মসূচি পালিত হয়। টেট উত্তীর্ণদের দ্রুত নিযুক্তির দাবি ওঠে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, ২০১৪ সালে অসমে মাতৃভাষা টেট পরীক্ষায় হাইলাকান্দি থেকে ১ হাজার ৮০২ জন উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ৩৮৯ জন এখনও নিযুক্তিপত্র হাতে পাননি। ১৫ দিনের মধ্যে তাঁদের নিয়োগের দাবিতে তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন।

Advertisement

হাইলাকান্দি টেট উত্তীর্ণ ফোরামের সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরী বলেন, ‘‘ওই সময়ের মধ্যে রাজ্য সরকার আমাদের নিযুক্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবো।’’ অবস্থান বিক্ষোভের পর আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা স্মারকপত্র জেলাশাসকের হাতে তুলে দেন।

রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি করিমগঞ্জেও ধর্নায় বসলেন টে উত্তীর্ণরা। শতাধিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থী এ দিন জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে জেলা বিজেপির নেতারাও কিছু ক্ষণের জন্য সেখানে হাজির ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন