Agnipath Scheme

Agnipath scheme: অগ্নিপথ? মোদীর বাড়িতে মঙ্গল সন্ধ্যায় হাজির তিন সেনাবাহিনীর প্রধান

অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। এর মধ্যেই সেনাবিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রকল্প প্রত্যাহারের প্রশ্নই নেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৯:২৪
Share:

প্রতীকী ছবি।

অগ্নিপথ বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে হাজির ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে উপস্থিত হন ভারতীয় সেনা প্রধান মনোজ পাণ্ডে, নৌসেনা প্রধান হরিকুমার এবং বায়ু সেনা প্রধান চৌধারি। বিগত কয়েক দিন ধরে এঁরাই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের পক্ষে একাধিক বিবৃতি দিয়েছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ডাকা বিশেষ বৈঠকে যোগ দিতেই তাঁর বাসভবনে আসেন তাঁরা।

Advertisement

চার বছরের চুক্তিতে সেনাবাহিনীতে তরুণদের নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ। অগ্নিপথে তরুণ প্রজন্মের ভবিষ্যতে আগুন লাগানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিরোধীরা। আলাদা আলাদা ভাবে এই প্রকল্পের নিন্দা করেছে, কংগ্রেস, তৃণমূল-সহ বেশ কয়েকটি বিরোধী দল। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিপথকে শাসকদল বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প বলেও মন্তব্য করেন। এরই মধ্যে সেনাবিভাগও জানিয়ে দেয় দেশে যা-ই হোক অগ্নিপথ প্রকল্প থেকে পিছিয়ে আসার প্রশ্ন নেই। এই প্রকল্প প্রত্যাহার করবে না কেন্দ্র।

সেই সাংবাদিক বৈঠকের এক দিন পরই তিন সেনাবাহিনীর প্রধান এসে হাজির স্বয়ং প্রধানমন্ত্রীর বাসভবনে, বিশেষ বৈঠকে যোগ দিতে। তবে বৈঠকের বিষয় অগ্নিপথ প্রকল্প কি না, তা জানা যায়নি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন