National News

কলেজের মার্কশিটে পড়ুয়ার বদলে সলমন খানের ছবি!

আলিগড়ের অমৃতা সিংহ মেমোরিয়াল (এএসএম) ডিগ্রি কলেজের মার্কশিট পাঠানো হয়েছিল আগরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তা পরীক্ষা করে দেখার সময়ই ওই গাফিলতি নজরে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

Advertisement

সংবাদ সংস্থা

আগরা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১৮:১৯
Share:

ছবি: সংগৃহীত।

শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার চরম নমুনা মিলল যোগী আদিত্যনাথে উত্তরপ্রদেশে। এক কলেজ পড়ুয়ার মার্কশিটে তাঁর ছবির বদলে দেখা গেল সলমন খানের ছবি!

Advertisement

ঘটনার কথা প্রকাশ্যে আসা মাত্রই, তা ধামাচাপা দেওয়ায় উঠেপড়ে লেগেছেন সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে।

ঠিক কী ঘটেছিল?

Advertisement

আলিগড়ের অমৃতা সিংহ মেমোরিয়াল (এএসএম) ডিগ্রি কলেজের মার্কশিট পাঠানো হয়েছিল আগরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তা পরীক্ষা করে দেখার সময়ই ওই গাফিলতি নজরে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দেখা যায়, কলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের মার্কশিটে তাঁর ছবির বদলে অভিনেতা সলমন খানের ছবি ছাপানো রয়েছে। অভিযোগ, ওই ছাত্রের ছবি না মেলায় মার্কশিটে সলমন খানের পাসপোর্ট সাইজের ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’য় এই খবর প্রকাশিত হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’র দাবি, ওই মার্কশিটের কপিও রয়েছে তাদের কাছে।

আরও পড়ুন

যাওয়ার কথা ছিল মহারাষ্ট্র, ট্রেন চলে গেল মধ্যপ্রদেশে

মোদীকে নিয়ে কুরুচিকর টুইট মুছে দিল কংগ্রেস

রাম রহিমের বাড়িতে পুলিশ কী কী পেল? পড়লে চোখ কপালে উঠবে

দিন পনেরো পরেই ভীমরাও অম্বেডকর আগরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগরা বিশ্ববিদ্যালয়ের আওতায় এক হাজার কলেজ রয়েছে। ২০১৬-’১৭ শিক্ষাবর্ষে ওই কলেজগুলিতে মোট ৭ লক্ষ ২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেন। এএসএম ডিগ্রি কলেজ আগরা বিশ্ববিদ্যালয়ের আওতায়। ওই সমাবর্তনে ছাত্র-ছাত্রীদের মেডেল-সহ শংসাপত্র বিতরণ করার কথা রাষ্ট্রপতির। তার আগেই এই বিভ্রান্তিতে যথেষ্ট অস্বস্তিতে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই গাফিলতি প্রকাশ্যে আসার পরেই তা শুধরানোর চেষ্টা করেন তাঁরা। এ ধরনের সমস্ত মার্কশিট ফিরিয়ে নেওয়া শুরু করেছেন। যদিও সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনাটাই অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক জি এস শর্মা এ সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তাঁর কথায়: “আমরা এ ধরনের কোনও অভিযোগই পাইনি।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বলেন, “একটি নয়, এ ধরনের একাধিক গাফিলতি রয়েছে। এক ছাত্রের মার্কশিটে পড়ুয়ার নামের জায়গায় ভীমরাও অম্বেডকরের নাম ছাপানো হয়েছে এমন উদাহরণও মিলেছে।” ওই কর্মী অবশ্য এই গাফলতির জন্য ছাপাখানার উপরেই দোষ চাপিয়েছেন। তাঁর মতে, “যে বেসরকারি সংস্থাকে মার্কশিট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই হয়তো এর জন্য দায়ী।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন