তিতলির জন্য রেলস্টেশন, প্ল্যাটফর্মের যা হাল হয়েছে। ওড়িশায়। ছবি টুইটারের সৌজন্যে।
ওড়িশায় সাইক্লোন ‘তিতলি’-র প্রভাবে ব্যাহত হল দূরপাল্লার ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালের পরে আবহাওয়ার উন্নতি হলেও বুধবার রাতের ঝড় ও খারাপ আবহাওয়ায় এ দিন দক্ষিণ ভারতমুখী একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। বহু ট্রেনের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়। খড়্গপুর থেকে নাগপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বেশ কিছু ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিশাখাপত্তনমের দিক থেকে আসা একাধিক ট্রেনের যাত্রা মাঝপথে বাতিল হওয়াতেও সমস্যায় পড়েন এ রাজ্যের অনেক যাত্রী।
রেল জানায়, এ দিন হাওড়ামুখী যশোবন্তপুর এক্সপ্রেস, ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট-গুয়াহটি এক্সপ্রেস বাতিল করা হয়। এ ছাড়াও যশোবন্তপুর-মুজফ্ফরপুর এক্সপ্রেস ও হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস হাওড়া থেকে বাতিল করা হয়। হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেসের ছাড়ার সময় ৫ ঘণ্টা, খড়গপুর-ভিলিপুরম এক্সপ্রেসের ছাড়ার সময় ৪ ঘণ্টা এবং হাওড়ামুখী ইস্ট-কোস্ট এক্সপ্রেসের ছাড়ার সময় দু’ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার হাওড়া-করমন্ডল ও হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে হাওড়া-সেকেন্দরাবাদ বিশেষ ট্রেন চালানো হবে। সেটি বিজয়ওয়াড়া পর্যন্ত করমন্ডলের পথেই চলবে।
তিতলি-র আশঙ্কায় বুধবার রাতেই পূর্ব উপকূল রেলের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুর্দা রোড থেকে বিজয়নগর স্টেশনের মাঝে ৩৬২ কিলোমিটার পথে ট্রেন চলেনি। ঝড়ের দাপটে বেশ কয়েকটি জায়গায় ওভারহেড তারের সিগন্যাল পোস্ট উপ়ড়ে যায়। কয়েকটি জায়গায় প্ল্যাটফর্মের ছাউনি উড়ে যায়।
তিতলির কারণে উড়ান চলাচলে এখনও তেমন সমস্যা হয়নি। কলকাতা, ভুবনেশ্বর-সহ যে বিমানবন্দরগুলি সমুদ্রের কাছেপিঠে সেগুলিকে বুধবার থেকেই সতর্ক করা হয়। কলকাতায় বৃহস্পতিবার সমস্ত উড়ান ওঠানামা করেছে। ভুবনেশ্বর থেকে বৃহস্পতিবার সকালের পাঁচটি উড়ান আগেই বাতিল করে ইন্ডিগো।