Delhi Airport Incident

দিল্লি বিমানবন্দরে যাত্রীকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিলেন, গ্রেফতার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই পাইলট

দিন কয়েক আগে অঙ্কিত দেওয়ান নামে এক জনৈকের সমাজমাধ্যমে পোস্টের পরই দিল্লি বিমানবন্দরের ঘটনাটি প্রকাশ্যে আসে। সেই ঘটনায় এ বার গ্রেফতার হলেন অভিযুক্ত পাইলট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮
Share:

(বাঁ দিকে) অভিযুক্ত পাইলট বীরেন্দ্র সেজওয়াল এবং আক্রান্ত যাত্রী অঙ্কিত দেওয়ান (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিল্লি বিমানবন্দরে যাত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই পাইলট। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছিল। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের পরই ওই পাইলট বীরেন্দ্র সেজওয়ালকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পুলিশ এ-ও স্পষ্ট করেছেন, ঘটনার সময় বীরেন্দ্র কর্তব্যরত ছিলেন না।

Advertisement

দিন কয়েক আগে অঙ্কিত দেওয়ান নামে এক জনৈকের সমাজমাধ্যমে পোস্টের পরই দিল্লি বিমানবন্দরের ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরে বোর্ডিংয়ের জন্য ‘সিকিউরিটি চেক’-এর লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময়েই লাইন ভেঙে আগে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন বীরেন্দ্র। লাইন ভাঙার প্রতিবাদ করেন অঙ্কিত। তাতেই শুরু হয় বচসা। বচসা বৃদ্ধি পেতেই তা মারপিটের পর্যায়ে পৌঁছে যায় এবং ওই পাইলট অঙ্কিতকে মেরে রক্তাক্ত করে দেন বলে অভিযোগ।

সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই শোরগোল শুরু হয়। তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বীরেন্দ্রকে আটক করা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, বিমানবন্দর এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেই সব তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর বীরেন্দ্রকে গ্রেফতার করা হয়।

Advertisement

গত সপ্তাহে এই মামলা পুলিশ জানিয়েছিল, তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ঘটনার সময়কার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। একই সঙ্গে অঙ্কিতের মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখা হয়েছে। তাঁর নাক ভেঙে গিয়েছে। প্রমাণ মিলেছে শরীরের অন্য জায়গায় আঘাতেরও। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ডেকে পাঠানো হয়েছিল। ঘটনার পর পরই অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করেছে উড়ান সংস্থা। তাঁকে নিলম্বিত করা হয়েছে বলেও খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement