National News

ভোটের মুখে আরও বিপাকে অখিলেশ! গোমতী সৌন্দর্যায়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু ইডির

এ বার সেই মামলায় বৃহস্পতিবার এক যোগে পাঁচটি জায়গায় তল্লাশি চালালেন ইডির গোয়েন্দারা। এফআইআরে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার-সহ সরকারি আধিকারিকের নাম রয়েছে। তাঁদের মধ্যে অনেকে চাকরি থেকে অবসরও নিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:০১
Share:

এবার গোমতী সৌন্দর্যায়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে তল্লাশি ইডি-র। বিপাকে পড়তে পারেন অখিলেশ যাদব। —ফাইল চিত্র

ভোটের মুখে আরও বিপাকে পড়তে পারেন অখিলেশ যাদব। এ বার গোমতী নদীর পাড় সৌন্দর্যায়ন প্রকল্পে দুর্নীতির তদন্তে এক যোগে চার রাজ্যে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উত্তরপ্রদেশের লখনউ এবং নয়ডা ছাড়াও দিল্লি হরিয়ানা এবং রাজস্থানে অভিযান চালান গোয়েন্দারা। অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। অখিলেশের অভিযোগ, মায়াবতীর সঙ্গে জোট করায় ভোটের মুখে অপদস্থ করতেই এই চক্রান্ত বিজেপির। যদিও বিজেপির পাল্টা দাবি, ভোটের সঙ্গে এই দুর্নীতির তদন্তের কোনও সম্পর্ক নেই।

Advertisement

অখিলেশ মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৭ সালের বিধানসভা ভোটের আগে আগেই গোমতী নদীর দুই পাড়ের সৌন্দর্যায়নে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের মার্চে মামলা দায়ের হয়। রাজ্য সরকার ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অলোককুমার সিংহের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে। গত বছরের মে মাসে রিপোর্ট পেশ করে কমিটি। রিপোর্টে প্রাথমিক তদন্তে দুর্নীতির ইঙ্গিত মেলে। তার আগে মার্চ মাসেই অবশ্য আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করে ইডি। যোগী সরকার ক্ষমতায় এসে তদন্তভার দেয় সিবিআই-কে। এফআইআর দায়ের হওয়ার পর আলাদা করে তদন্ত শুরু করে ইডি-ও।

এ বার সেই মামলায় বৃহস্পতিবার এক যোগে পাঁচটি জায়গায় তল্লাশি চালালেন ইডির গোয়েন্দারা। এফআইআরে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার-সহ সরকারি আধিকারিকের নাম রয়েছে। তাঁদের মধ্যে অনেকে চাকরি থেকে অবসরও নিয়েছেন। কেন্দ্রীয় এই আর্থিক তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আদালতে প্রমাণ করার মতো জুতসই তথ্যপ্রমাণ এখনও মেলেনি। বৃহস্পতিবার সেই তথ্যপ্রমাণ সংগ্রহেই অভিযান চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আরও পড়ুন: অফিস থেকে তুলে নিয়ে গিয়ে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই

কিন্তু অভিযানের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ। তাঁর বক্তব্য, সামনেই লোকসভা ভোট। বিএসপির সঙ্গে জোট এবং আসন ঘোষণা হয়েছে কয়েক দিন আগেই। তার পরই সিবিআই-ইডি-কে কাজে লাগিয়ে হেনস্থা করছে বিজেপি। তিনি বলেন, উত্তরপ্রদেশে এ বার অধিকাংশ আসনে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে। যাঁরা সেটা আটকানোর চেষ্টা করছে, তাঁদের হাতে সিবিআই আছে। এবং সেই কারণেই আমার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই আমাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সব প্রশ্নের উত্তর দেব।

আরও পডু়ন: অন্ধ্রেও ‘একলা চলো’, লোকসভা-বিধানসভায় সব আসনে প্রার্থী দেবে কংগ্রেস

বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেন, ‘‘নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অখিলেশ আর লুঠ করতে পারছেন না। আবার তদন্ত নিয়েও অভিযোগ তুলছেন। দুর্নীতিতে জড়িত থাকলে তাঁকে শাস্তি পেতেই হবে।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন