সাইকেলে চড়ে প্রচার করবেন অখিলেশ

অখিলেশ নিজে যাত্রা শুরু করবেন আগামী মাসের ১৯ তারিখ, কনৌজ থেকে। এক্সপ্রেসওয়ে বরাবর ৫০ কিলোমিটার সাইকেল চালানোর কথা রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৩:৪০
Share:

প্রতিপক্ষ তৈরি হওয়ার আগেই উনিশের ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিংহ যাদব। আজ গাজ়িপুর থেকে সাইকেলে চড়ে (যা দলের প্রতীকও বটে) জনসংযোগ প্রচার শুরু করল তাঁর দল। অখিলেশ নিজে যাত্রা শুরু করবেন আগামী মাসের ১৯ তারিখ, কনৌজ থেকে। এক্সপ্রেসওয়ে বরাবর ৫০ কিলোমিটার সাইকেল চালানোর কথা রয়েছে তাঁর।

Advertisement

অখিলেশ-ঘনিষ্ঠ এসপি-র নেতা কিরণময় নন্দের কথায়, ‘‘অখিলেশ এবং অন্য নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। বিজেপি সরকারের ব্যর্থতার দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখাবেন। আমি নিজে মির্জ়াপুরে ১৫ তারিখ সভা করব।’’

এই সাইকেল যাত্রার নাম দেওয়া হয়েছে ‘সামাজিক ন্যায় ও প্রজাতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও যাত্রা’। ২৩ সেপ্টেম্বর দিল্লির যন্তর-মন্তরে এসে শেষ হবে এই যাত্রা। দলীয় সূত্রের বক্তব্য, দিল্লির সরকারকে উৎখাতের বার্তা দিতেই উত্তরপ্রদেশ থেকে দিল্লি পৌঁছনোর এই পরিকল্পনা। এসপি মুখপাত্র রাজেন্দ্র চৌধুরির কথায়, ‘‘গ্রাম ও শহরবাসীর সঙ্গে সামাজিক ন্যায়, সহিষ্ণুতা ও সাম্যের বিষয়ে কথা হবে হবে।’’

Advertisement

প্রচার শুরুর ঠিক মুখেই আজ ক্ষোভ প্রকাশ করেন অখিলেশের কাকা এসপি নেতা শিবপাল যাদব। ২০১৬-র পারিবারিক যুদ্ধের সময় অখিলেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হয় তাঁর। রাখিবন্ধন অনুষ্ঠানের পরে শিবপাল বলেন, ‘‘আমি দেড় বছর ধরে অপেক্ষা করে রয়েছি। এখনও দল আমাকে কোনও দায়িত্ব দিল না। আমি নেতাজিকে সম্মান করি, তাঁর সঙ্গে আছি।’’ আসন্ন লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য তিনি যে আগ্রহী সে কথাও জানিয়ে দিয়েছেন শিবপাল। এসপি নেতৃত্বের বক্তব্য, শিবপালকে গুরুত্ব দেওয়া বা তাঁকে নিয়ে কোনও ভাবনাচিন্তার মধ্যেই যাচ্ছে না দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন