National news

২০৩০-এর মধ্যে ভারতের রাস্তায় চলবে শুধু বৈদ্যুতিন গাড়ি, পরিকল্পনা কেন্দ্রের

জ্বালানি খরচ বাঁচাতে এ বার বৈদ্যুতিন গাড়ি আনার কথা ভাবছে কেন্দ্র। সব কিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যেই ভারতের রাস্তায় চলতে শুরু করবে ওই বৈদ্যুতিন গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৫:১৯
Share:

প্রতীকী ছবি।

জ্বালানি খরচ বাঁচাতে এ বার বৈদ্যুতিন গাড়ি আনার কথা ভাবছে কেন্দ্র। সব কিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যেই ভারতের রাস্তায় চলতে শুরু করবে ওই বৈদ্যুতিন গাড়ি। শনিবার সিআইআই-এর বার্ষিক সম্মেলনে জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল।

Advertisement

এই নিয়ে ভারী শিল্প মন্ত্রক এবং নীতি আয়োগ কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ইতিমধ্যেই ভারতে ব্যবসা চালানো বিভিন্ন গাড়ি সংস্থার সঙ্গে কথাবার্তাও বলেছে তারা। বর্তমানে ভারতের রাস্তায় পেট্রোল এবং ডিজেলচালিত গাড়ি চলে। কিন্তু তাতে জ্বালানি খরচ তুলনামূলক অনেকটাই বেশি। বিশেষত পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে নাজেহাল হওয়ার পর পরিবহণ ব্যবস্থায় বিকল্প জ্বালানির উপর আরও জোর দিচ্ছে তারা।

গাড়ি সংস্থাগুলিকে তাই বিদ্যুতচালিত গাড়ি বাজারে আনার কথা বলা হয়েছে। কিন্তু সমস্ত পেট্রোল এবং ডিজেলচালিত গাড়িগুলিতে তুলে নিয়ে নতুন করে ওই গাড়ি তৈরি করতে গেলে গাড়ি সংস্থাগুলির পক্ষেও অসুবিধা হতে পারে। তার জন্য প্রয়োজনে প্রথম ২-৩ বছর সংস্থাগুলিকে আর্থিক সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: শর্ত মানলে তবে খোলে এয়ারব্যাগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement