ইউবিআই-এর প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অর্চনা ভার্গবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। অভিযোগ, পাঁচ বছর আগে কানাড়া ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর এবং ২০১৩-য় ইউনাইটেড ব্যাঙ্কের সিএমডি থাকাকালীন নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি আর্থিক সুবিধা আদায় করেন। ওই দু’টি ব্যাঙ্ক থেকে যে সব সংস্থাকে ঋণ মঞ্জুর করা হয়েছিল, তাদের থেকেই এই সব সুবিধা আদায় করেন তিনি। ওই সব সংস্থার কয়েক জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। নিজের স্বামী এবং ছেলের মালিকানাধীন সংস্থাকেও আর্থিক সুবিধা পাইয়ে দেন অর্চনা ভার্গব।