কিছুই ঘটেনি অলওয়রে, দাবি নকভির

রাজস্থানের অলওয়রে গরুকে বাঁচাতে মানুষ খুনের ঘটনায় দিকে দিকে নিন্দার ঝড়। কিন্তু সেই খবর উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:২৬
Share:

রাজস্থানের অলওয়রে গরুকে বাঁচাতে মানুষ খুনের ঘটনায় দিকে দিকে নিন্দার ঝড়। কিন্তু সেই খবর উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। আজ রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘‘এমন ঘটনাই ঘটেনি।’’

Advertisement

অলওয়রের ঘটনা গত কাল সামনে আসার পর থেকেই সঙ্ঘ ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। বৃহস্পতিবার টুইটারে নরেন্দ্র মোদী ও আরএসএস-কে আক্রমণ করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী লিখেছেন, ‘‘সরকারই যখন আইন রক্ষার দায় ছেড়ে দেয় ও পিটিয়ে মানুষ খুন করার ছাড়পত্র দেয়, তখন ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। দুর্ভাগ্যজনক ভাবে, অলওয়রে আইন-কানুন একেবারে ভেঙে পড়েছে।’’

এ দিন রাজ্যসভাতেও অলওয়রের ঘটনা নিয়ে ঝ়ড় উঠেছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন অলওয়র কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছেন। জিরো আওয়ারে কংগ্রেসের মধুসূদন মিস্ত্রি অভিযোগ আনেন, রাজস্থানে আইন-কানুন পুরোপুরি ভেঙে পড়েছে। শুধু সেখানেই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, গুজরাত, ও উত্তরপ্রদেশেও এ ধরনের ঘটনা ঘটছে। তাঁকে সমর্থন করেছেন অন্য বিরোধী নেতারা। এই সময়েই নকভি জানান, বিরোধীরা যা দাবি করছেন, তা ঠিক নয়। এ রকম কিছুই ঘটেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন