বৃষ্টি-ধসে বিচ্ছিন্ন কাশ্মীর, থমকে অমরনাথ যাত্রা

প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বেহাল দশা ভূস্বর্গে। রাতভর বৃষ্টিতে ধস নেমেছে জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের বহু জায়গায়। ফলে সাড়া দেশের সঙ্গে যোগাযাগ বিচ্ছিন্ন কাশ্মীরের। রাস্তায় আটকে প্রায় ২ হাজার যাত্রিবাহী যানবাহন। বৃষ্টি এবং ধসে নাকাল হয়েছেন অমরনাথের পুণ্যার্থীরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৭:৩৩
Share:

নেমেছে ধস, রাস্তায় গাড়ির সারি। পিটিআইয়ের তোলা ছবি।

প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বেহাল দশা ভূস্বর্গে। রাতভর বৃষ্টিতে ধস নেমেছে জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের বহু জায়গায়। ফলে সাড়া দেশের সঙ্গে যোগাযাগ বিচ্ছিন্ন কাশ্মীরের। রাস্তায় আটকে প্রায় ২ হাজার যাত্রিবাহী যানবাহন। বৃষ্টি এবং ধসে নাকাল হয়েছেন অমরনাথের পুণ্যার্থীরাও।

Advertisement

জাতীয় সড়কের উপর কুদ এবং পটনিটপে রাস্তার উপর আটকে পড়েছে অমরনাথ যাত্রীদের নিয়ে যাওয়া ৬৮টি গাড়ি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তত্পরতায় রাস্তার মেরামতি করছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)। ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার বন্ধ হল জম্মু-কাশ্মীর জাতীয় সড়ক। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য খুললেও রাতভর প্রবল বৃষ্টির জেরে শুক্রবার বন্ধ রাখা হয়েছে জাতীয় সড়কের দু’দিকের যান চলাচল। বালতাল এবং পহেলগাঁও রুটে বৃষ্টির জেরে রাস্তা পিছল হয়ে পড়ায় বন্ধ রয়েছে অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, এখন পর্যন্ত লক্ষাধিক পুণ্যার্থী দর্শন করেছেন অমরনাথের বিগ্রহ।

অন্য দিকে, সাম্বায় হড়পা বানে আটকে পড়া জওয়ানদের উদ্ধার করেছে বিমানবাহিনী। কাশ্মীরের সাম্বায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বর্ডার আউট পোস্টে আটকে পড়েন বিএসএফ-র জওয়ানরা। সেনা সূত্রে খবর, শুক্রবার বসন্তর নদীতে হড়পা বান আসায় সাম্বা জেলার রামগড় সেক্টরে বর্ডার আউট পোস্টে আটকে পড়েন ওই জওয়ানরা। তাঁদের উদ্ধার করে বিমানবাহিনীর চপার। প্রবল বর্ষণের কারণে সাম্বা-কাঠুয়া সেক্টরে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীগুলি। ইতিমধ্যেই জলমগ্ন নিচু এলাকাগুলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন