National news

এ বার গাঁধীর মুখ আঁকা চপ্পলের বিজ্ঞাপন, তোপে আমাজন

এক সপ্তাহের মধ্যে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল আমাজন অনলাইন পণ্য বিপণন সংস্থা। ফের ভারতীয় মর্যাদায় আঘাত। তেরঙ্গা পাপোশের পর ওয়েবসাইটে এ বার মহাত্মা গাঁধীর ছবিযুক্ত চপ্পল বিক্রির বিজ্ঞাপণ দিল আমাজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১৬:০২
Share:

ফাইল চিত্র।

এক সপ্তাহের মধ্যে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল আমাজন অনলাইন পণ্য বিপণন সংস্থা। ফের ভারতীয় মর্যাদায় আঘাত। তেরঙ্গা পাপোশের পর ওয়েবসাইটে এ বার মহাত্মা গাঁধীর ছবিযুক্ত চপ্পল বিক্রির বিজ্ঞাপণ দিল আমাজন। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রেও এক মার্কিনবাসী ভারতীয় টুইট করে বিষয়টিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপ দাবি করেছেন। তবে এখনও পর্যন্ত অবশ্য এ বিষয়ে আমাজনের তরফে কোনও জবাব মেলেনি।

Advertisement

টুইটে সুষমার কাছে করা অভিযোগ অনুযায়ী, দিন কয়েক আগে ক্যাফে প্রেস নামে একটি সংস্থা এই চপ্পলের বিজ্ঞাপণ দেয়। চপ্পলের নাম দেওয়া হয় ‘গাঁধী ফ্লিপ ফ্লপ’। আমাজনের আমেরিকার ওয়েবসাইটে মহাত্মা গাঁধীর মুখ আঁকা চপ্পলটি বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। যার দাম ফেলা হয়েছে ১৬.৯৯ ডলার। মহাত্মা তথা দেশের মর্যাদাহানির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুষমার টুইটার অ্যাকাউন্টে ছবি সহ পোস্ট করেন এক টুইটার-ফলোয়ার।

তবে শুধু এই ঘটনাই নয়, ক্যাফে প্রেস নামে ওই বিপণন সংস্থাটি মাঝে মধ্যেই নাকি এমন বিজ্ঞাপণ দিয়ে থাকে বলে অভিযোগ। এর আগে অশোক স্তম্ভের ছবি দিয়ে কুকুরের টি-শার্ট বিক্রির বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল ক্যাফে প্রেসকে।

Advertisement

কিছু দিন আগেই আমাজনেরই কানাডার ওয়েবসাইটে তেরঙ্গা পাপোশ বিক্রি করার ঘটনা সামনে আসে। একই ভাবে টুইট করে সুষমাকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান কয়েকজন। তার পর দ্রুত ওই তেরঙ্গা পাপোশ ওয়েবসাইট থেকে সরিয়ে নিতে আমাজনকে একপ্রকার ধমক দিয়েছিলেন সুষমা। ক্ষমা চেয়ে অবিলম্বে তা সরিয়েও নেয় আমাজন।

আরও পড়ুন: সঞ্জয়ের মতো ভাই যেন কারও না হয়: পূজা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন