H-1B Visa Row

এইচ-১বি ভিসার ‘অপব্যবহার’! আমেরিকার তরুণদের স্বপ্নচুরির জন্য মূলত ভারতকে দায়ী করে বিজ্ঞাপন দিল ট্রাম্প প্রশাসন

৫১ মিনিটের বিজ্ঞাপনী ভিডিয়োয় একটি গ্রাফিক করে দেখানো হয়েছে, কোন কোন দেশ এই ভিসার সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে, এইচ-১বি ভিসার অনুমোদন পাওয়ার নিরিখে অন্য দেশগুলির তুলনায় ভারত অনেকটাই এগিয়ে (৭২ শতাংশ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১২:০৯
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকার তরুণদের স্বপ্নচুরির জন্য এইচ-১বি ভিসার অপব্যবহারকে দায়ী করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর এই অপব্যবহারের সুফল ভারতই সবচেয়ে বেশি পেয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন শ্রম দফতরের সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে।

Advertisement

মার্কিন শ্রম দফতরের ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, এইচ-১বি ভিসার অপব্যবহার করে বিদেশিদের চাকরি দিয়েছে মার্কিন সংস্থাগুলি। ফলে মার্কিন তরুণদের ভাল চাকরি পাওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ৫১ মিনিটের বিজ্ঞাপনী ভিডিয়োতে একটি গ্রাফিক করে দেখানো হয়েছে, কোন কোন দেশ এই ভিসার সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে, এইচ-১বি ভিসার অনুমোদন পাওয়ার নিরিখে অন্য দেশগুলির তুলনায় ভারত অনেকটাই এগিয়ে (৭২ শতাংশ)। তার পর রয়েছে চিন (১২ শতাংশ)। ফিলিপিন্স এবং কানাডা মাত্র ১ শতাংশ।

ওই বিজ্ঞাপনেই অবশ্য বলা হয়েছে, ‘প্রোজেক্ট ফায়ারওয়াল’ নামে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে মার্কিন শ্রম দফতর। এই কর্মসূচিতে মার্কিন তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন (চাকরি পাওয়া) পুনরুদ্ধার করা হবে বলে দাবি করা হয়েছে। এইচ-১বি ভিসার মাধ্যমে সস্তায় বিদেশের তরুণদের নিয়োগ করা সংস্থাগুলিকে জবাবদিহি করতে হবে বলেও ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে।

Advertisement

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে হলে এ বার থেকে আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে এককালীন এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) নেবে ট্রাম্পের সরকার। গত ২১ সেপ্টেম্বরই ট্রাম্প এইচ-১বি ভিসা সংক্রান্ত নয়া নিয়ম ঘোষণা করেছিলেন। ২২ সেপ্টেম্বর থেকেই সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। এইচ-১বি ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান। ভারত যে এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে, পরিসংখ্যানেই তা স্পষ্ট। তবে এ বার সেই পরিসংখ্যান নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করে ওয়াশিংটন নয়াদিল্লিকে বার্তা দিল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement