এ বার সরব আমির, দেশ ছাড়তে চান কিরণ

শাহরুখের পরে এ বার আমির খান। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা। বললেন, “এ দেশে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।” শুধু এতেই থেমে থাকেননি। আমির জানিয়েছেন, ধর্মীয় অসহিষ্ণুতার এই পরিবেশে দেশ ছাড়তে চাইছেন তাঁর স্ত্রী কিরণ রাও। আমিরের দাবি, এই প্রথম এ ধরনের কথা বলছেন কিরণ। নিজের সন্তানদের নিরপত্তা নিয়েও ভয় পাচ্ছেন কিরণ ও আমির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ২১:৫৪
Share:

শাহরুখের পরে এ বার আমির খান। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা। বললেন, “এ দেশে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।” শুধু এতেই থেমে থাকেননি। আমির জানিয়েছেন, ধর্মীয় অসহিষ্ণুতার এই পরিবেশে দেশ ছাড়তে চাইছেন তাঁর স্ত্রী কিরণ রাও। আমিরের দাবি, এই প্রথম এ ধরনের কথা বলছেন কিরণ। নিজের সন্তানদের নিরপত্তা নিয়েও ভয় পাচ্ছেন কিরণ ও আমির।

Advertisement

এ মাসের গোড়ায় এই একই বিষয়ে সরব হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ৫০তম জন্মদিনে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। দেশে প্রবল অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন শাহরুখ।

মৌলবাদ নিয়ে একই রকম আক্রমণাত্মক আমির। সন্ত্রাসের সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলার বিপজ্জনক দিকটি নিয়েও সরব হয়েছেন তিনি। আমিরে কথায়, “কেউ হিংসার আশ্রয় নিলেই আমরা প্রথম যে ভুলটা করি তা হল, তার সঙ্গে একটা ধর্মীয় লেবেল সেঁটে দেওয়া। হয় সে হিন্দু নয় মুসলিম সন্ত্রাসবাদী।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement