রাজনকে নিয়ে স্বামীর লাগাতার মন্তব্যেও মৌনী অমিত

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনকে ব্যক্তিগত আক্রমণে সায় নেই বলে আগেই জানিয়েছিলেন অরুণ জেটলি। আজ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন দলের সভাপতি অমিত শাহও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১৭:২২
Share:

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনকে ব্যক্তিগত আক্রমণে সায় নেই বলে আগেই জানিয়েছিলেন অরুণ জেটলি। আজ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন দলের সভাপতি অমিত শাহও।

Advertisement

গত কয়েক দিন ধরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাচ্ছেন বিজেপির নতুন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। কংগ্রেসের মতো বিরোধী দলগুলি প্রকাশ্যেই বলছে, আসলে রাজনকে আক্রমণ করলেও স্বামীর আসল নিশানা অর্থমন্ত্রী অরুণ জেটলি। কারণ, জেটলিকে সরিয়ে নিজে অর্থমন্ত্রী হতে চান স্বামী। সে দিক থেকে জেটলির বিরোধিতা অনেকে ব্যক্তিগত বিরোধ বলে মনে করছিলেন। কিন্তু আজ দলের সভাপতি হিসেবে অমিত শাহও স্বামীর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করলেন।

অমিত শাহকে প্রশ্ন করা হয়, ‘‘সুব্রহ্মণ্যম স্বামী লাগাতার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বিরুদ্ধে আক্রমণ করে যাচ্ছেন। সঙ্ঘ ঘনিষ্ঠ এস গুরুমূর্তিও তাঁকে সমর্থন করছেন। এ ব্যাপারে রাজন সম্পর্কে দলের কী অবস্থান?’’ অমিত শাহের জবাব, ‘‘দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও অবস্থান নেওয়ার প্রয়োজন নেই।’’ কিন্তু অমিত শাহ মুখে এ কথা বললেও দলের অনেকে মনে করেন, স্বামীর লাগাতার আক্রমণের পিছনে দল ও সঙ্ঘেরই একটি অংশের মদত রয়েছে। প্রধানমন্ত্রীকে লাগাতার চিঠি লিখলেও নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। বিভিন্ন বিষয়ে সুব্রহ্মণ্যম স্বামী দলের অনেক শীর্ষনেতাকে এড়িয়ে সরাসরি অমিত শাহের সঙ্গে পরামর্শ করেন। আজ অমিত শাহ যদিও বোঝাতে চেয়েছেন, দলের পক্ষ থেকে রাজনের বিরুদ্ধে কোনও অবস্থান নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন