সঙ্ঘের বই উদ্বোধনে অমিত

আরএসএস সূত্রের মতে, পাঁচটি বই পাঁচ প্রাক্তন সরসঙ্ঘচালককে নিয়ে। কেশব বলিরাম হেগড়েওয়ার, মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকর, বালাসাহেব দেওরস, রাজেন্দ্র সিংহ, কে এস সুদর্শন—এই পাঁচ সরসঙ্ঘচালককে নিয়ে একসঙ্গে পৃথক বই প্রকাশ একটি বেনজির ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০২:৪০
Share:

ইতিহাসকে যখন নতুন করে লিখতে চাইছে সঙ্ঘ, সেই সময় আরএসএসের পাঁচ প্রাক্তন সরসঙ্ঘচালকের উপর পাঁচটি বই প্রকাশ করা হচ্ছে। আগামিকাল লখনউয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আরএসএস। সেখানে বইগুলি প্রকাশ করানো হচ্ছে অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে দিয়ে।

Advertisement

ছেলের ব্যবসার অভিযোগ নিয়ে এমনিতেই চাপের মুখে অমিত শাহ। তার আগে দেশের আর্থিক হাল নিয়েও নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলে দিয়েছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মোদী ও শাহকেও তা সামাল দিতে হচ্ছে। আজ সারাদিন বিজেপি দফতরে থাকলেও মুখ খোলেননি অমিত। কিন্তু আগামিকাল এক দিনের সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশে। মূল লক্ষ্য হল রাহুল গাঁধীর নির্বাচনী কেন্দ্র অমেঠীতে গিয়ে উন্নয়নের একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা। তার পরেই আরএসএসের অনুষ্ঠানে হাজির হবেন তিনি।

আরএসএস সূত্রের মতে, পাঁচটি বই পাঁচ প্রাক্তন সরসঙ্ঘচালককে নিয়ে। কেশব বলিরাম হেগড়েওয়ার, মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকর, বালাসাহেব দেওরস, রাজেন্দ্র সিংহ, কে এস সুদর্শন—এই পাঁচ সরসঙ্ঘচালককে নিয়ে একসঙ্গে পৃথক বই প্রকাশ একটি বেনজির ঘটনা। বইগুলি লিখেছেন বিভিন্ন ক্ষেত্রের শিক্ষাবিদ, ইতিহাসবিদরা। এঁদের মধ্যে কেউ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপনা করেছেন, কেউ ইতিহাসে প্রাজ্ঞ। আরএসএসের এক নেতার কথায়, ‘‘অভিযোগ ওঠে, আমাদের কাছে না কি ইতিহাস লেখার লোক নেই। বইগুলি পড়লে বোঝা যাবে, সরসঙ্ঘচালকদের ব্যক্তিত্ব ও কর্তৃত্বকে কী ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement