কেবিসি শুরু হওয়ার প্রথম দিন তাঁর মেরুদণ্ডে যক্ষ্মা ধরা পড়ে। তার পর প্রায় এক বছর চিকিৎসার পরে সুস্থ হয়েছেন জনপ্রিয় ওই শোয়ের উপস্থাপক অমিতাভ বচ্চন। তিনি চান, এই রোগ নিয়ে সচেতন থাকুন সকলে। বিশ্ব যক্ষ্মা দিবসের (২৪ মার্চ) আগে এক অনুষ্ঠানে জানালেন তেমনটাই। তাঁর কথায়, ‘‘ভীষণ অস্বস্তিকর অনুভূতি। বসা যায় না, শোয়া যায় না। শ্যুটিং চলাকালীন দিনের বেশির ভাগ সময় ৮-১০টা পেন কিলার খেয়ে চলতাম।’’