ইস্তফা দিতে চান কাশ্মীরের আমলা

কাশ্মীরের বিস্ফোরক পরিস্থিতির জন্য সরকার ও এক শ্রেণির সংবাদমাধ্যমকে দুষে ইস্তফার হুমকি দিলেন কাশ্মীর ক্যাডারের আইএএস অফিসার শাহ ফয়সল। ২০১০-এ ইউপিএসসি পরীক্ষায় প্রথম হওয়া ফয়সল কাশ্মীরের স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০৩:২৯
Share:

কাশ্মীরের বিস্ফোরক পরিস্থিতির জন্য সরকার ও এক শ্রেণির সংবাদমাধ্যমকে দুষে ইস্তফার হুমকি দিলেন কাশ্মীর ক্যাডারের আইএএস অফিসার শাহ ফয়সল। ২০১০-এ ইউপিএসসি পরীক্ষায় প্রথম হওয়া ফয়সল কাশ্মীরের স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর। ফেসবুকে তিনি লিখেছেন, ‘কাশ্মীর যখন অজস্র মৃত্যুর শোকে পাথর, দেশের কিছু টেলিভিশন চ্যানেল এমন ভূমিকা নিয়েছে, যাতে এই রাজ্য আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে।’ ফয়সল লিখছেন, ‘রাষ্ট্র যখন নিজেদের নাগরিকদেরই হত্যা করে তার পরিণাম হয় আত্মধ্বংসী। সরকার কখনও এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না।’ তরুণ এই অফিসার বলেছেন, ‘পাশ করার সময়ে ভাবিনি সারা জীবন এই ব্যবস্থার অংশ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে হবে। ইস্তফা দিয়ে দেওয়াটাই বোধ হয় শ্রেয়।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement