National News

এ বার বেপরোয়া গতির বলি অন্ধ্রের মন্ত্রীর ছেলে, তাঁর বন্ধু

ফের বেপরোয়া গতির নেশায় প্রাণ গেল। এ বার হায়দরাবাদে। দিন কয়েক আগে কলকাতায় মারা গিয়েছেন মডেল সোনিকা চৌহান। তাতেও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৮:৩০
Share:

অন্ধ্রপ্রদেশের পুরমন্ত্রী পি নারায়ণের ছেলে নিশীথ। ছবি: সংগৃহীত।

ফের বেপরোয়া গতির নেশায় প্রাণ গেল। এ বার হায়দরাবাদে। দিন কয়েক আগে কলকাতায় মারা গিয়েছেন মডেল সোনিকা চৌহান। তাতেও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। হায়দরাবাদে গত কয়েক বছরে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলের, প্রাক্তন মন্ত্রী বাবু মোহনের ছেলেরও। মঙ্গলবার রাতে এই বেপরোয়া গতির বলি হলেন অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রীর ছেলে ও তাঁর এক বন্ধু।

Advertisement

বন্ধুর সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের পুরমন্ত্রী পি নারায়ণের ছেলে, বছর তেইশের নিশীথ। অনুষ্ঠান শেষে সেই বন্ধুর সঙ্গেই নিজের মার্সিডিজ বেঞ্জ চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু, ফেরা হল না কারওরই। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন নিশীথ এবং তাঁর বন্ধু রাজা রবিচন্দ্র।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টে নাগাদ হায়দরাবাদের অভিজাত জুবিলি হিল এলাকায় মেট্রো রেলের একটি পিলারে সজোরে ধাক্কা মারে নিশীথের এসএউভি। ঘটনাস্থলেই মারা যান নিশীথ এবং তাঁর বন্ধু।

Advertisement

আরও পড়ুন

মদ খেয়েছিলাম, কিন্তু মত্ত ছিলাম না: পুলিশকে বিক্রম

দুর্ঘটনার পর এ ভাবেই দুমড়েমুচড়ে যায় নিশীথের গাড়ি। (ইনসেটে) নিশীথের বন্ধু রাজা রবিচন্দ্র। ছবি: সংগৃহীত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এসে মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে। ঘটনার পর নিশীথ ও তাঁর বন্ধুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের দাবি, এর আগেও দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য তিন বার জরিমানা করা হয়েছে নিশীথকে। বেপরোয়া গতিই যে কেড়ে নিল তাজা দুটো প্রাণ, তা নিয়ে মোটামুটি নিঃসংশয় তদন্তকারীরা।

নিশীথের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। হাসপাতালে গিয়েছেন তেলঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও-সহ বহু মন্ত্রী। নিশীথের পরিবার সূত্রে খবর, সরকারি সফরে লন্ডনে গিয়েছেন পি নারায়ণ। ছেলের মৃত্যুর খবরে সেই সফর মাঝপথে ছেড়েই দেশে ফিরছেন তিনি। আগামী বৃহস্পতিবার নিশীথের শেষকৃত্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন