লক্ষ্মীশহরে ক্ষোভ

রাস্তা সারাইয়ের কাজে গাফিলতির প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় মানুষ। হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাতে লক্ষ্মীশহর এলাকায় রাস্তা মেরামতির কাজ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৪:৩৭
Share:

রাস্তা সারাইয়ের কাজে গাফিলতির প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় মানুষ। হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাতে লক্ষ্মীশহর এলাকায় রাস্তা মেরামতির কাজ হয়। কিন্তু সকালেই দেখা যায় পিচ উঠে রাস্তা এবড়ো-খেবড়ো হয়ে আছে। পুরনো পিচের উপর নতুন পিচের প্রলেপ দিয়েই কাজ সেরেছে পূর্ত বিভাগ। শুরু হয় পথ অবরোধ।

Advertisement

কয়েক ঘণ্টা অবরোধ চলার পরে এসপি রাজেন সিংহ এবং সার্কেল অফিসার সরফরাজ হক ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। নিম্নমানের কাজ নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে স্থানীয় মানুষের কথা কাটাকাটিও চলে। অভিযোগের তদন্ত হওয়ার আশ্বাস পেলে অবরোধ ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement