অণ্ণার গাড়ি

এ বার নিলামে উঠতে চলেছে অণ্ণা হজারের এসইউভি। নানা আন্দোলনস্থলে পৌঁছতে এই গাড়িই ব্যবহার করতেন অণ্ণা। জানুয়ারি মাসে লোকপাল আন্দোলনের সময়েও এই গাড়িটি ছিল তাঁর সঙ্গী। এখন পিঠ ব্যথার জন্য আট বছরের পুরোনো গাড়িটি বদলাতে হচ্ছে তাঁকে। মহারাষ্ট্রে অণ্ণার জন্মস্থান রলেগাঁও সিদ্ধিতে আগামী ১৭ মে নিলামটি হবে বলে জানা গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০২:৩৯
Share:

এ বার নিলামে উঠতে চলেছে অণ্ণা হজারের এসইউভি। নানা আন্দোলনস্থলে পৌঁছতে এই গাড়িই ব্যবহার করতেন অণ্ণা। জানুয়ারি মাসে লোকপাল আন্দোলনের সময়েও এই গাড়িটি ছিল তাঁর সঙ্গী। এখন পিঠ ব্যথার জন্য আট বছরের পুরোনো গাড়িটি বদলাতে হচ্ছে তাঁকে। মহারাষ্ট্রে অণ্ণার জন্মস্থান রলেগাঁও সিদ্ধিতে আগামী ১৭ মে নিলামটি হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement