বিনামূল্যে বাস-মেট্রোয় মেয়েরা, ঘোষণায় বিতর্ক

সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী কেজরীবাল জানান, এই আইন বাধ্যতামূলক করা হবে না। কোনও মহিলা যদি চান, টিকিট কাটতে পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০৩:৫৭
Share:

লোকসভা ভোটে একটি আসনও দখলে রাখতে পারেনি আম আদমি পার্টি (আপ)। জনপ্রিয়তা তলানিতে। এ দিকে সামনে বিধানসভা ভোট। ভরাডুবি ঠেকাতে নয়া প্রস্তাব হাতে নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জানালেন, রাজধানীতে শীঘ্রই মহিলারা বিনামূল্যে মেট্রো ও সরকারি বাসে সফর করতে পারবেন।

Advertisement

সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী কেজরীবাল জানান, এই আইন বাধ্যতামূলক করা হবে না। কোনও মহিলা যদি চান, টিকিট কাটতে পারেন। তিনি বলেন, ‘‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, মহিলারা এ বার থেকে বিনামূল্য যাত্রা করতে পারবেন। তবে যদি কোনও মহিলা মনে করেন, তিনি টিকিট কাটতে সক্ষম, তা হলে টিকিট কাটতে পারেন। আর আমরাও চাই, যাঁদের টিকিট কাটার পয়সা আছে, তাঁরা টিকিট কাটুন। বিষয়টি সরকারি ভাবে কার্যকরী করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। আগামী দু’তিন মাসের মধ্যে এই সুবিধা মিলবে বলে আশা করছি।’’ আপাতত সাত দিনের মধ্যে, গোটা প্রক্রিয়া কী ভাবে কার্যকর হবে, তা বিশদে জানাতে পরিবহণ দফতরের আধিকারকদের নির্দেশ দিয়েছেন কেজরীবাল। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর সঙ্গেও কথা চলছে তাদের। কিন্তু ডিএমআরসি-র আশঙ্কা, এ ভাবে মহিলাদের মেট্রো রেলে সফর বিনামূল্যে করে দেওয়া হলে, ভিড় সামলানো কষ্টকর হবে! সে প্রসঙ্গে কেজরীবালের ব্যাখ্যা, ‘‘ফেস থ্রি-র কাজ শেষ হওয়ার পরে অন্তত ৪০ লক্ষ মানুষ এখন মেট্রো চড়েন। ২০১৭ সালের মার্চে ২৮ লাখ মানুষ মেট্রো চড়তো। এখন সংখ্যাটা বাড়ায় কোনও সমস্যা তো হচ্ছে না। ফলে অনেকে যে আশঙ্কা করছেন, বিনামূল্যে মহিলাদের যাত্রা করতে দিলে ভিড় সামলানো যাবে না, সেটা একেবারেই অমূলক।’’

বাস, মেট্রোর লাগামছাড়া ভাড়া বৃদ্ধি নিয়ে কেন্দ্র কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলে কেজরীবাল আজ আরও বলেন, ‘‘আমাদের কোনও কথা কানে তোলেনি কেন্দ্র। আমরাই এই ব্যয়ের বোঝা বইব।’’ প্রাথমিক ভাবে দিল্লি সরকারকে বছরে ১২০০-১৪০০ কোটি টাকা ভর্তুকি দিতে বলে অনুমান করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী বলেন মণীশ সিসৌদিয়া বলেন, ‘‘আমরা মনে করছি, মেয়েদের নিরাপত্তার জন্য এই টাকা সরকার ব্যয় করছে।’’

Advertisement

বিজেপির দিল্লি শাখার প্রধান মনোজ তিওয়ারির দাবি, ‘‘নিজেদের ব্যর্থতা ঢাকতে এই সব ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন কেজরীবাল। ৫২ মাসে ওরা সিসিটিভি লাগাতে পারল না বাসে। ওয়াইফাই, প্যানিক বাটনের ব্যবস্থা করতে পারল না... এখন মানুষকে ভুল বোঝাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন