পবনজিৎ সিংহ কোহালি
প্রথমে গুগ্ল সার্চ ইঞ্জিনে আত্মহত্যার সহজ ও দ্রুত উপায় সন্ধান। তার পরই বান্দ্রা-ওরলি সি-লিঙ্ক থেকে আরব সাগরে ঝাঁপ।
রবিবার বিকেলবেলা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান খার এলাকার বাসিন্দা পবনজিৎ সিংহ কোহালি। নিখোঁজ ডায়েরি করেন বাড়ির লোক। রবিবার রাতে বান্দ্রা ফোর্টের কাছে পবনজিতের দেহ উদ্ধার করে পুলিশ। আজ তাঁর শেষকৃত্য হল।
পুলিশের বক্তব্য, বেশ কিছু দিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন পবনজিৎ। সম্প্রতি অন্য কারও সঙ্গে বাগ্দান হয়ে যায় তাঁর প্রাক্তন প্রেমিকার। ভেঙে পড়েন পবন। কিছু দিন আগে জন্মদিন উপলক্ষে ব্যবসায়ী বাবার কাছ থেকে বিলাসবহুল গাড়ি উপহার পেয়েছিলেন তিনি।
যুবকের মোবাইল সার্চ-হিস্ট্রি দেখে পুলিশ জেনেছে, আত্মহত্যার আগে গুগ্ল করে আত্মহত্যার দ্রুততম উপায় নিয়ে রীতিমতো পড়াশুনো করেন পবনজিৎ। রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে বান্দ্রা-ওরলি সি-লিঙ্কে যাওয়ার জন্য একটি গাড়িতে ওঠেন। রাত তিনটে নাগাদ সি-লিঙ্কের কাছে এসে গাড়ি থামাতে বলেন। এর পরেই সমুদ্রে ঝাঁপ দেন পবনজিৎ।