National news

জেলের বাইরে যাচ্ছেন শশিকলা! সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য

সম্প্রতি বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে তাঁর ভিভিআইপি পরিষেবা পাওয়ার আরও একটি ভিডিও ফুটেজ সামনে এল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ১৩:৩৮
Share:

ভিডিও ফুটেজের অংশ।

পরনে কালো রঙের কুর্তা। চুলটা পিছনে বাঁধা। বাঁ হাতে একটা কালো ব্যাগ। জেলরক্ষী গেট খুলে দিতেই হনহনিয়ে ভিতরে ঢুকে এলেন তিনি। গটগট করে হাঁটা লাগালেন নিজের কক্ষের দিকে।

Advertisement

তিনি ভিকে শশিকলা। যাঁর বিরুদ্ধে আগেও ঘুষ দিয়ে জেলের মধ্যে ভিভিআইপি পরিষেবা পাওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে তাঁর ভিভিআইপি পরিষেবা পাওয়ার আরও একটি ভিডিও ফুটেজ সামনে এল।

আরও পড়ুন:
রজনীকে রাজনীতিতে নামাতে ভক্তেরা রাস্তায়

Advertisement

মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত কর্নেল পুরোহিতের জামিন

মাসখানেক আগেই এই একই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সময় পারাপ্পানা অগ্রহারা জেলের ডিআইজি ডি রূপা অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে সাধারণ বন্দিদের মতো নয়, বরং বহাল তবিয়তেই সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে দিন কাটাচ্ছেন শশিকলা। তিনি জানিয়েছিলেন, জেলে শশীর জন্য রয়েছে আলাদা ঘর ও খাবারের বন্দোবস্তও। সেই ঘরের মধ্যেই রয়েছে রান্নাঘর। যেখানে শশীর পছন্দমতো খাবার তৈরি হয়। শুধু তাই নয়, অতিরিক্ত এই সুযোগ পাওয়ার জন্য নাকি জেল আধিকারিকদের দু’কোটি টাকা ঘুষও দিয়েছেন শশী।

দেখুন সেই ভিডিও:

কিন্তু, জেলের সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা থাকলেও হেভিওয়েট এই বন্দির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, সাধারণ পোশাকে হাতে একটা শপিং ব্যাগ এবং দুই সহকারীর সঙ্গে জেল থেকে বেরোচ্ছেন তিনি। গেট খুলে দিচ্ছেন খোদ এক রক্ষীই। এই ভিডিও সামনে আসার পর তোলপাড় হয় দেশ জুড়ে। সেই অভিযোগের মাশুলও দিতে হয়েছিল রূপাকে। কিছু দিন পরেই তাঁকে বদলি করে দেওয়া হয় রাজ্যের পথ সুরক্ষা ও ট্রাফিক কমিশনার পদে।

এ বার আরও ভিডিও ফুটেজ সামনে এল। তা হলে কি তৎকালীন ডিআইজি (কারা)-র অভিযোগ সত্যি? জেল থেকে নিজের ইচ্ছামতোই বাইরে বেরোতে দেওয়া হয় তাঁকে? এ বিষয়ে এখনও কারা দফতরের কোনও আধিকারিকের মন্তব্য পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন