Anurag Thakur

চালু থাকবে মন্ত্রিসভার বৈঠক: অনুরাগ

অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হয়ে গেলেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হতে বাধা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ০৮:২৭
Share:

অনুরাগ ঠাকুর। —ফাইল চিত্র।

শেষ হয়েও হইল না শেষ! সপ্তাহান্তে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। সেই হিসেবে সম্ভবত বুধবারই ছিল ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক। কিন্তু বৈঠকের পরে মোদী সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হয়ে গেলেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হতে বাধা নেই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যত ক্ষণ না নতুন সরকার আসছে, তত ক্ষণ বর্তমান সরকারের মেয়াদ রয়েছে।

Advertisement

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিল্লিতে মেট্রো রেলের দু’টি নতুন লাইন তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। ভারত-ভুটানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সই হতে চলেছে। তাতেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। অনুরাগের বক্তব্য, চলতি সরকারের মেয়াদ ৩১ মে পর্যন্ত। তত দিন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা যেতে পারে। প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া যেতে পারে। সরকারি সূত্রের মতে, ভোটের দিনক্ষণ ঘোষণার পরে সরকার শুধু এমন কোনও জনমোহিনী সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না, যাতে ভোটে প্রভাব পড়তে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন