সোশ্যাল মিডিয়ায় আক্রমণ নিয়ে এতদিনে মুখ খুললেন অনুষ্কা শর্মা

সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ঘিরে তাঁকে আক্রমণ মেনে নিতে পারননি অনুষ্কা শর্মা। কিন্তু মুখ খোলেননি। শেষ পর্যন্ত না বলে পারলেন না। সুলতানের প্রচারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতেই একটি বল যেন টেনে নিলেন নিজের দিকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০০:৩৩
Share:

সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ঘিরে তাঁকে আক্রমণ মেনে নিতে পারননি অনুষ্কা শর্মা। কিন্তু মুখ খোলেননি। শেষ পর্যন্ত না বলে পারলেন না। সুলতানের প্রচারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতেই একটি বল যেন টেনে নিলেন নিজের দিকেই। আসলে জবাবটা দেওয়া দরকার ছিল। জবাব দিলেন কঠোর ভাবেই। বুঝিয়ে দিলেন আর নয়।

Advertisement

সুলতানে অনুষ্কা একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। সেই ছবির প্রচারে এসে তিনি বলেন, অন লাইন আক্রমণগুলি মেনে নেওয়া বেশ কঠিন। বলেন, ‘‘ভেবে খারাপ লাগছে আমাকে এমন কিছু নিয়ে আক্রমণ করা হচ্ছে যাতে আমার কোনও ভূমিকা নেই সেটা খুব দুঃখজনক। একটা সময় ভাবতাম কীভাবে প্রতিবাদ করব। কিন্তু এখন আমি পাত্তা দেই না। যদি কোনও একটা ছবির সমালোচনা হত বা আমি কোনও অন্যায় করতাম তার বিরুদ্ধে বলাটা এক রকম। কিন্তু এটা মেনে নেওয়া যায় না। ’’

গত বিশ্বকাপের একটি ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্কার উপস্থিতিতে বিরাটের রান না পাওয়া নিয়েও অপবাদ দেওয়া হয়েছিল তাঁকে। গত মার্চ থেকে সাফল্যের তুঙ্গে রয়েছেন বিরাট কোহালি। ব্যর্থতাতেই আঙুল তোলা হয়েছিল অনুষ্কার দিকে। সাফল্যের সময়ও বলা হয় তাঁর জীবন থেকে অনুষ্কা চলে যাওয়ায় এই সাফল্য। সেই সময়ই অবশ্য এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরাট কোহালি। টুইট করে বিরাট বলেছিলেন, ‘‘অনুষ্কাকে আক্রমণ করা বন্ধ হোক। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমার পারফর্মেন্সের জন্য ওর দিকে আঙুল তোলা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমার সাফল্য, ব্যর্থতায় ওর কোনও ভূমিকা নেই। যদি ও কিছু করে থাকে সেটা আমাকে পজিটিভ দিক দেখিয়েছে।’’

Advertisement

অনুষ্কা, বিরাটের সম্পর্কের শুরু ২০১৪ থেকে। এই বছরের শুরু থেকেই দু’জনের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এই মুহূর্তে যা খবর বিরাট-অনুষ্কার মধ্যের দূরত্ব কেটে গিয়েছে।

আরও খবর

রবি শাস্ত্রীকে পিছনে ফেলে বিরাটদের কোচ অনিল কুম্বলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement