আপনি আসল তো, সুষমাকে প্রশ্ন টুইটারে

টুইটারে সক্রিয়। বিদেশ বিভুঁইয়ে সমস্যায় পড়া ভারতীয়দের পাশে দাঁড়াতেও সমান তৎপর মন্ত্রী! বিদেশের কাগজে তাঁকে ভারতের ‘সুপারমম’ বলেও ব্যাখ্যা করা হয়েছে! আর এ সব দেখেই ধন্দে পড়ে গিয়েছে এক যুবক! ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে তাঁর প্রশ্ন— ‘আপনিই আসল সুষমা তো? পরখ করছি।

Advertisement
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:৫৭
Share:

টুইটারে সক্রিয়। বিদেশ বিভুঁইয়ে সমস্যায় পড়া ভারতীয়দের পাশে দাঁড়াতেও সমান তৎপর মন্ত্রী! বিদেশের কাগজে তাঁকে ভারতের ‘সুপারমম’ বলেও ব্যাখ্যা করা হয়েছে! আর এ সব দেখেই ধন্দে পড়ে গিয়েছে এক যুবক! ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে তাঁর প্রশ্ন— ‘আপনিই আসল সুষমা তো? পরখ করছি। আসলে আপনাকে ঠিক ভারতীয় নেতাদের মতো মনে হয় না। আপনি আমাদের (ভারতীয়দের) কথা ভাবেন!’ জবাব দিতে দেরি করেননি সুষমাও! বলেছেন— ‘এরকম ভাববেন না, ভারতীয় রাজনীতিকরা খুবই সংবেদনশীল ও পরোপকারী।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement