— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সাতসকালে গুলির লড়াই শুরু হল জম্মু ও কাশ্মীরে। বুধবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার প্রত্যন্ত ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও অভিযান চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিশ্তওয়াডের নাইরগামের কলাবন জঙ্গলে এক জল জঙ্গি আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে যায় সেনার হোয়াইট নাইট কোর এবং পুলিশের যৌথবাহিনী। সেনা সূত্রে খবর, তিন জঙ্গি ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে। জঙ্গলে ঢুকে জঙ্গিদের তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ জারি।
সেনার হোয়াইট নাইট কোর সমাজমাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘হোয়াইট নাইট কোরের সেনারা জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে মিলে ছত্রুতে যৌথ অভিযান চালাচ্ছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। এখনও অভিযান চলছে।’’ কিশ্তওয়াড়ের উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত ছত্রু এলাকায় গত কয়েক বছরে একাধিক বার বিক্ষিপ্ত ভাবে জঙ্গি তৎপরতা দেখা গিয়েছে। সূত্রের খবর, মনে করা হচ্ছে, এ বারেও বেশ কিছু দিন ধরে দু’-তিনজন জঙ্গি ওই এলাকায় গা-ঢাকা দিয়েছিল। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে সক্রিয় ছিল এই দলটি। নিরাপত্তাবাহিনীও তাদের গতিবিধির উপর কড়া নজর রাখছিল। তার পরই বুধবার ভোর থেকে জঙ্গিদমন অভিযানে নামে বাহিনী।