ট্রেন থেকেই হারিয়ে গেলেন সেনা-ক্যাপ্টেন

ট্রেন থেকেই উধাও হয়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। বিহারের বাসিন্দা ওই ক্যাপ্টেনের নাম শিখর দীপ। বর্তমানে জম্মু-কাশ্মীরে কর্মরত তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৪
Share:

শিখর দীপ

ট্রেন থেকেই উধাও হয়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। বিহারের বাসিন্দা ওই ক্যাপ্টেনের নাম শিখর দীপ। বর্তমানে জম্মু-কাশ্মীরে কর্মরত তিনি।

Advertisement

সেনা সূত্রে খবর, বছর পঁচিশের শিখর গত ৬ ফেব্রুয়ারি, শনিবার বিহারের কাটিহার স্টেশন থেকে ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরের দিন নয়াদিল্লি স্টেশনে তাঁকে নিতে আসার কথা ছিল সম্পর্কে তাঁর এক ভাইয়ের। নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছে তাঁকে খুঁজে পাননি ওই আত্মীয়। এর পরে যে বাতানুকূল কামরায় শিখরের আসন ছিল, সেখানে পৌঁছন তিনি। মালপত্র-সহ ক্যাপ্টেনের ফোন এবং মানিব্যাগ মিললেও তাঁর দেখা মেলেনি ওই কামরায়। এর পরেই শিখরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

শিখরের বাবা অনন্ত কুমারও সেনাবাহিনীতে কর্মরত। লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই অফিসার জানিয়েছেন, ট্রেনে ওটার কিছু ক্ষণ পরেই ফোনে ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তার পর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি। পাশাপাশি তিনি জানান, ছেলের মানিব্যাগ থেকে ২০ হাজার টাকাও খোয়া গিয়েছে। পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, যে কামরায় শিখর সফর করছিলেন সেখান থেকে তাঁর কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। কিন্তু, ওই অফিসারের এখনও পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। মোবাইলও সুইচ অফ অবস্থায় রয়েছে। ট্রেনের টিকিট পরীক্ষক জানিয়েছেন, শিখরকে তিনি কানপুরে শেষ বার দেখেছিলেন। তার পরে আর খেয়াল করেননি। তাঁর কথা সমর্থন করেছেন ওই কামরার অ্যাটেনডেন্টও। তিনি শিখরকে তার আগেই বিছানাপত্র দিয়েছিলেন।

সেনা সূত্রে খবর ওই ক্যাপ্টেনের পরনে বাদামি রঙের ব্লেজার, সাদা টি-শার্ট এবং নীল রঙের জিন্‌স ছিল।পায়ে ছিল জাঙ্গল গ্রিন শু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন