National news

কাশ্মীরে অস্ত্রহীন অভিযানে নামল সেনা, শুরু অপারেশন অল ইন

শ্রীনগরের আশেপাশের বেশ কিছু এলাকায় জঙ্গিদের বাড়ি ফেরার খবরও পেয়েছেন সেনাকর্তারা। অন্য সময় হলে হয়ত এতক্ষণে হয়ে যেত সেনা অভিযান। গুলি-গোলা-মৃত্যুর সাক্ষী হতে হত ভূস্বর্গকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১১:১৯
Share:

অন্য অভিযানে সেনা। ফাইল চিত্র।

এ যেন বিনা অস্ত্রে সেনা অভিযান। গুলি নেই, বন্দুক নেই। শুধুই জঙ্গিদের বাড়ি-বাড়ি গিয়ে প্রচার।

Advertisement

সেনাবাহিনীর কাছে খবর, রমজান মাসে সেনা অভিযান বন্ধ হওয়ার পর থেকেই নাকি জঙ্গিরা বাড়ি ফিরছে দলে দলে। আর এটাই সুযোগ। জঙ্গিদের বাবা মায়েদের সঙ্গে দেখা করে নিরাপত্তাকর্মীরা বোঝাচ্ছেন, ‘‘জঙ্গি জীবনে মৃত্যু ছাড়া আর কিছুই পাওয়ার নেই। তার চেয়ে বরং ওদের সুস্থজীবনে ফেরান।’’ অস্ত্রবিহীন এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন অল ইন’।

কিন্তু এই অভিযেনের সুফল কি মিলল? এ বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সূত্রের দাবি, ইদ যত এগিয়ে আসে ততই জঙ্গিরা জঙ্গলের ঘাঁটি ছেড়ে দেখা করতে আসে পরিবারের সঙ্গে। এ বার যেহেতু সেনা অভিযান স্থগিত, বিপদের অশঙ্কা কম, তাই ওই সংখ্যাটা এ বারে বাড়তে পারে অনেকটাই। শ্রীনগরের আশেপাশের বেশ কিছু এলাকায় জঙ্গিদের বাড়ি ফেরার খবরও পেয়েছেন সেনাকর্তারা। অন্য সময় হলে হয়ত এতক্ষণে হয়ে যেত সেনা অভিযান। গুলি-গোলা-মৃত্যুর সাক্ষী হতে হত ভূস্বর্গকে।

Advertisement

আরও পড়ুন: রাজনাথ-হুরিয়ত বৈঠকের উদ্যোগ

আরও পড়ুন: সিমির কার্যকলাপ জানতে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের

কিন্তু এখন গ্রামবাসীদের কাছে পাঠানো হয়েছে শান্তির বার্তা। জঙ্গিদের বাবা মায়েদের কাছে গিয়ে সেনাকর্মীরা বলছেন, ‘‘এনকাউন্টার থেকে বাঁচাতে চাইলে ছেলেকে আর জঙ্গিশিবিরে ফেরত পাঠাবেন না। ছেলে যদি পড়াশোনা করতে চায়, তবে সেই সুযোগ করে দিন।’’ কিন্তু কাঁটা সেই জৈশ-ই-মহম্মদ কিংবা হিজবুলের মতো জঙ্গি সংগঠন। তারা যে ভাবে পাল্টা প্রচার চালাচ্ছে, তাতে ‘অপারেশন অল ইন’-এর সাফল্য নিয়ে কিন্তু পুরোপুরি নিঃসংশয় হওয়া যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement