সরকার-বিরোধী অনড়, আজও পণ্ড সংসদ

অচলাবস্থা যেন কাটতেই চাইছে না সংসদের। চলতি বাদল অধিবেশনে এখনও পর্যন্ত এক দিনও কাজ হয়নি। সেই ‘ট্র্যাডিশন’ বজায় রেখে শুক্রবারও প্রায় কোনও কাজই হল না সংসদের দুই কক্ষে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৩:৩০
Share:

চলছে সর্বদল বৈঠক। ছবি: পিটিআই।

অচলাবস্থা যেন কাটতেই চাইছে না সংসদের। চলতি বাদল অধিবেশনে এখনও পর্যন্ত এক দিনও কাজ হয়নি। সেই ‘ট্র্যাডিশন’ বজায় রেখে শুক্রবারও প্রায় কোনও কাজই হল না সংসদের দুই কক্ষে। বিরোধীদের তুমুল হৈ-হট্টগোলে বেলা দু’টো পর্যন্ত স্থগিত হয় দুই কক্ষের অধিবেশন।

Advertisement

লোকসভার পরিবেশ স্বাভাবিক রাখতে শুক্রবার একটি সর্বদল বৈঠক করেন স্পিকার সুমিত্রা মহাজন। বৈঠক হলেও কংগ্রেস-সহ বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় স্পিকারের উদ্যোগ। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে বলেন, “সরকার তথা বিজেপিকে ব্যবস্থা নিতেই হবে। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষোভ চলবে।” বিজেপিও তাদের পুরনো অবস্থানে অনড় থেকে কংগ্রেসকে আলোচনার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব খারিজ করে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে কংগ্রেস। কংগ্রেসকে সংসদ চলতে দেওয়ার অনুরোধ করেন বেঙ্কাইয়া। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। উল্টে ব্যপম এবং ললিতকাণ্ডে অধিবেশন মুলতুবির প্রস্তাব করে কংগ্রেস। স্পিকার প্রস্তাবে রাজি না হওয়ায় ফের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে ক্ষুব্ধ স্পিকার ভর্তসনা করেন কংগ্রেস নেতাদের। কিন্তু চলতে থাকে বিক্ষোভ। বাধ্য হয়ে বেলা দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন