কপ্টারে পা ফস্কে জখম জেটলি

হেলিকপ্টারে উঠতে গিয়ে পা ফস্কে পড়ে গিয়ে পা ও মাথায় আঘাত পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই ডাক্তাররা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ০৩:০৪
Share:

শুশ্রূষা চলছে আহত অর্থমন্ত্রীর। হরিদ্বারে। ছবি: পিটিআই

হেলিকপ্টারে উঠতে গিয়ে পা ফস্কে পড়ে গিয়ে পা ও মাথায় আঘাত পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই ডাক্তাররা জানিয়েছেন।

Advertisement

রবিবার বাবা রামদেবের পতঞ্জলি ফুড পার্কের একটি অনুষ্ঠানে যোগ দিতে হরিদ্বারে গিয়েছিলেন জেটলি। ফেরার সময় হেলিকপ্টারে উঠতে গিয়েই বিপত্তি। পা ফস্কে পড়ে যান তিনি। পায়ে ও মাথার পিছনে চোট লাগে। জানা গিয়েছে, ওই ঘটনায় কিছু ক্ষণের জন্য জ্ঞানও হারান তিনি। হেলিকপ্টারের পাশে বেশ কিছু ক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়। সেই সময়ে পতঞ্জলি প্রতিষ্ঠানের ডাক্তাররা তাঁকে পরীক্ষা করেন। তবে প্রাথমিক চিকিৎসার পরেই জেটলি সুস্থ বোধ করেন। তার পর দিল্লিতে ফিরে আসেন তিনি। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকেও যোগ দেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: এই ঐতিহাসিক ভোটে নয়া ভারতের জন্ম হয়েছে: নরেন্দ্র মোদী

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement