Assam

Assam floods: তিন শিশু-সহ আরও ন’জনের মৃত্যু, বন্যা পরিস্থিতিতে বিধ্বস্ত অসমে মৃত বেড়ে ৭১

অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। ৭৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কমপক্ষে আট জন নিখোঁজ।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৯:৩১
Share:

ফাইল চিত্র।

দুর্যোগের কালো মেঘ কাটছেই না অসমে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হল উত্তর-পূর্বের এই রাজ্যে। এর জেরে আবারও প্রাণহানি ঘটল। গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ আরও নয় জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন দু’জন পুলিশকর্মী। এক জনের দেহ পাওয়া গিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্যা পরিস্থিতিতে ছয় জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের মৃত্যু হয়েছে ধসের জেরে। কাছাড় জেলায় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়াও কমপক্ষে আট জন নিখোঁজ। রবিবার সন্ধ্যা পর্যন্ত অসমে বন্যায় বিধ্বস্ত মানুষের সংখ্যা ৪২ লাখের গণ্ডি পার করেছে। কাছাড় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বরপেটায়। বাজালি, কামরূপ, করিমগঞ্জ, উদলগুড়িতে এক জন করে মৃত্যুর খবর মিলেছে। ডিব্রুগড়ে চার জন নিখোঁজ হয়েছেন। কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে এক জন করে নিখোঁজ।

আরও পড়ুন:

জলের তলায় অসমের প্রায় পাঁচ হাজার ১৩৭ টি গ্রাম। প্লাবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। সেখানে ১২.৭৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগাঁওতে ৩.৬৪ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত। বাজালি, বক্সা, বরপেটা, কাছাড়-সহ অসমের ৩৩টি জেলার পরিস্থিতি খারাপ।

Advertisement

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, আধা সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল উদ্ধারকাজে সাহায্য করছে। ৭৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি মানুষ। অসমের পরিস্থিতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন