এনআরসি নয় অন্যত্র: আহির

দেশের অন্য কোনও রাজ্যের নাগরিকদের জন্য অসমের ধাঁচে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করা হবে না বলে জানিয়ে দিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:১৩
Share:

দেশের অন্য কোনও রাজ্যের নাগরিকদের জন্য অসমের ধাঁচে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করা হবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। আজ লোকসভায় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেন, ‘‘আপাতত অসম ছাড়া অন্য কোনও রাজ্যে এনআরসি হচ্ছে না।’’
অসমে জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে ওই ধাঁচের তালিকা তৈরির দাবি তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের ইচ্ছে, অসমের ধাঁচে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সবক’টি রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করা হোক। এতে কী পরিমাণ শরণার্থী বাংলাদেশ থেকে এসে ভারতে রয়েছেন, তা বোঝা যাবে।

Advertisement

কিন্তু অসমে এ নিয়ে বিতর্ক ও ভুলভ্রান্তির জেরে জনমানসে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা দেখে অন্তত লোকসভার আগে নতুন করে অন্য কোনও রাজ্যে তা করার ঝুঁকি নিতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘নাগরিকত্ব আইন, ২০০৩ এর বিশেষ ধারায় অসমে ওই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে অসম ছাড়া অন্য কোথাও ওই তালিকা প্রস্তুত করার পরিকল্পনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement