পুলিত্জার পেলেন অসমিয়া সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা

পুলিত্জার সম্মান পেলেন অসমিয়া সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা। লস অ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে তিনি এই পুরস্কার জেতেন। সঙ্ঘমিত্রা ও তাঁর দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এই পুরস্কার পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ১১:৫১
Share:

পুলিত্জার সম্মান পেলেন অসমিয়া সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা। লস অ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে তিনি এই পুরস্কার জেতেন। সঙ্ঘমিত্রা ও তাঁর দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এই পুরস্কার পান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, অনলাইন জার্নালিজম, সাহিত্য ও সঙ্গীতে সাফল্যের জন্য অন্যতম উল্লেখযোগ্য এই পুলিত্জার সম্মান।

Advertisement

অসমের বাসিন্দা মহেশ ও নির্মলা কলিতার সন্তান সঙ্ঘমিত্রা কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর নিউ জার্সি ব্যুরোর চাকরি দিয়ে সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন তিনি। নিউ ইয়র্কের সংবাদ পত্র নিউজ ডে-তে ভারতীয় অর্থনীতি ও বিশ্ববাজারে ভারতের অবস্থান নিয়ে প্রতিবেদনের সিরিজ লিখে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে বেস্ট বিজনেস স্টোরি হিসেবে প্রকাশিত হয় তাঁর বেশ কিছু লেখা। সঙ্ঘমিত্রা বলেন, ‘‘এটি একটি দলগত প্রয়াস। ভারত থেকেও যে বিপুল পরিমাণ সমর্থন পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।’’

শুধু সাংবাদিকতাই নয়, গল্পের বইও লিখেছেন সঙ্ঘমিত্রা। তিন উদ্বাস্তু পরিবারের কাহিনি নিয়ে লেখা তাঁর বই সাবার্বান সাহিবস বেশ জনপ্রিয়।

Advertisement

বিদেশে দীর্ঘ দিন থাকা সত্ত্বেও এখনও দেশের মাটির প্রতি টান অনুভব করেন সঙ্ঘমিত্রা। মূলত ইঞ্জিনিয়ার বা চিকিত্সক হওয়ার লক্ষ্যে বিদেশে পাড়ি দেওয়া ভারতীয়দের কাছে সাংবাদিকতাকেও অন্যতম পেশার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান তিনি।

আরও পড়ুন: ভিক্ষের চেয়ে নাচ ভাল: কোর্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন