Assembly Election 2018

লাইভ: বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে কেসিআর

আগের বিধানসভা নির্বাচন ২০১৪-য় হয়েছিল। কিন্তু, মেয়াদ ফুরানোর প্রায় ৮ মাস আগেই বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কেসিআর। সে জন্যেই তেলঙ্গানায় অকাল নির্বাচন হল এ বার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০০:২০
Share:

এ বারের নির্বাচনে টিআরএসের প্রধান প্রতিপক্ষ মহাজোট।

জন্মলগ্নের পর এ নিয়ে দ্বিতীয় বার নির্বাচন হল তেলঙ্গানায়। গত ৭ ডিসেম্বর রাজ্যে নির্বাচন হয়েছে। মঙ্গলবার তার ফলগণনা। সকাল ৮টা থেকেই শুরু হবে ভোটগণনা পর্ব।

Advertisement

১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভার ম্যাজিক ফিগার ৬০। গত নির্বাচনে একক ভাবে ৬৩টি আসন পেয়েছিল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। মুখ্যমন্ত্রী হয়েছিলেন টিআরএস-এর কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। এ ছাড়া কংগ্রেস ২১, তেলগু দেশম পার্টি (টিডিপি) ১৫, বিজেপি ৫, মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) ৭ এবং অন্যান্যরা ৮টি আসন পেয়েছিল।

আগের বিধানসভা নির্বাচন ২০১৪-য় হয়েছিল। কিন্তু, মেয়াদ ফুরানোর প্রায় ৮ মাস আগেই বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কেসিআর। সে জন্যেই তেলঙ্গানায় অকাল নির্বাচন হল এ বার।

Advertisement

এ বারের নির্বাচনে টিআরএসের প্রধান প্রতিপক্ষ মহাজোট। সেই জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী টিডিপি। আছে নতুন দল তেলঙ্গানা জন সমিতি (টিজেএস) এবং সিপিআই। বিজেপি এবং এমআইএম একক ভাবে লড়াই করেছে। যদিও এমআইএম নির্বাচনের আগে থেকে পরোক্ষ ভাবে টিআরএস-কে সমর্থন জানিয়েছে। নির্বাচনের পর বিজেপি জানিয়েছে, প্রয়োজনে তারা টিআরএস-কে সমর্থন করবে।

নির্বাচনের দিন বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা করেছে, সেখানে দেখা গিয়েছে, টিআরএস-ই ফের সরকার গড়ছে তেলঙ্গানায়। যদিও অতীতে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, এই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মূল ফলের কোনও মিলই নেই। আবার অনেক ক্ষেত্রে মিলেও গিয়েছে।

আরও পড়ুন: ভোটের পরে রাজস্থানে রাস্তায় পড়ে থাকল ইভিএম!

আরও পড়ুন: বিজেপির সমর্থন প্রস্তাব উড়িয়ে দিল টিআরএস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন