National News

মধ্যপ্রদেশে কমল নাথ, রাজস্থানে গহলৌত, ছত্তীসগঢ়ে সিংহদেও, তিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা রাহুলের

দিল্লিতে দলের সদর কার্যালয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ের তিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮:০০
Share:

প্রতীক্ষার অবসান। তারুণ্যকে সঙ্গে নিয়ে অভিজ্ঞতার উপরেই ভরসা রাখলেন রাহুল গাঁধী। দিল্লিতে দলের সদর কার্যালয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ের তিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি।

Advertisement

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমল নাথ। অন্যতম দাবিদার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেওয়া হচ্ছে উপ-মুখ্যমন্ত্রীর পদ।

রাজস্থানেও প্রবীণ প্রজন্মের অশোক গহলৌতের উপরেই আস্থা রাখলেন রাহুল। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন গহলৌতই। তাঁর প্রতিদ্বন্দ্বী তথা রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলট দিলেন …

Advertisement

আরও পড়ুন: লোকসভায় ভোট আসবে কোথা থেকে? উনিশের বিপদই ভাবনা বিজেপির

আরও পডু়ন: মুখ্যমন্ত্রী ঠিক করার আগে মাস্টারস্ট্রোক! অডিয়ো বার্তায় কর্মীদের মত নিলেন রাহুল

ছত্তীসগঢ়ে আবার দাবিদার ছিলেন তিন জন। ভূপেশ বাঘেল, তাম্রধ্বজ সাহু এবং টি এস সিংহদেও। শেষ পর্যন্ত ভূপেশকেই বেছে নিলেন রাহুল গাঁধী।

তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা নিয়ে দিনভর জল্পনা, তৎপরতা ছিল তুঙ্গে। সারা দেশের নজর ছিল এই ঘোষণার উপর। সারা দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন রাহুল গাঁধী। আলাদা ভাবে কথা বলেছেন পাইলট ও গহলৌতের সঙ্গে। বিকেল সোয়া চারটে নাগাদ সোনিয়া গাঁধী রাহুলের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। সন্ধের দিকে রাহুলের সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন