ভোটে কালো টাকার রমরমা চলছেই

যা ভাবা হয়েছিল, তা ঘটেনি। নোট বাতিলের সিদ্ধান্তেও আটকানো যায়নি ভোটে কালো টাকার খেলা। এ কথা স্বীকার করে নিলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:৫০
Share:

প্রতীকী চিত্র

যা ভাবা হয়েছিল, তা ঘটেনি। নোট বাতিলের সিদ্ধান্তেও আটকানো যায়নি ভোটে কালো টাকার খেলা। এ কথা স্বীকার করে নিলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী।

Advertisement

নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণার আগে। অনেকেই ভেবেছিলেন, এর ফলে বিধানসভা ভোটে হিসেববিহীন কালো টাকার ব্যবহার কমবে। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী জানিয়েছেন, পাঁচ বছর আগের বিধানসভা ভোটের তুলনায় এ বার অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশ-সহ ভোটমুখী রাজ্যগুলিতে। অথচ সিদ্ধান্ত ঘোষণার সময় মোদী সরকারের দাবি ছিল, এর ফলে নির্বাচন-সহ সব ক্ষেত্রে কালো টাকার ব্যবহার কমবে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১২-র বিধানসভা ভোটে যে পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছিল, তার চেয়ে কয়েক গুণ অর্থ এ বার শেষ দু’পর্বের ভোটের আগেই উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশে। জৈদী জানান, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৩৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যা আগেরবারের তুলনায় কয়েক গুণ বেশি।

দেশে কালো টাকার রমরমা রুখতে গত নভেম্বরে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। সরকারের দাবি ছিল এতে কালো টাকার খেলা শেষ হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন