বকেয়া বেতন, নিলামে গেরস্থালি

গত প্রায় এক বছর ধরে ওঁরা মাইনে পাননি। কারও জমানো সঞ্চয়টুকুও শেষ, কারও বা তলানিতে এসে ঠেকেছে। এ বার টান পড়েছে ঘরের জিনিসপত্রে। টুকটাক বিক্রিও চলছিল। শেষ পর্যন্ত তাঁদের পরিস্থিতিকে সকলের চোখের সামনে নিয়ে আসতেই হাফলঙের রাস্তায় সংসারের সামগ্রী ‘নিলাম’-এর আয়োজন করলেন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০২:৪৯
Share:

নিলামে সংসারের সামগ্রী। হাফলঙে। ছবি: বিপ্লব দেব

গত প্রায় এক বছর ধরে ওঁরা মাইনে পাননি। কারও জমানো সঞ্চয়টুকুও শেষ, কারও বা তলানিতে এসে ঠেকেছে। এ বার টান পড়েছে ঘরের জিনিসপত্রে। টুকটাক বিক্রিও চলছিল। শেষ পর্যন্ত তাঁদের পরিস্থিতিকে সকলের চোখের সামনে নিয়ে আসতেই হাফলঙের রাস্তায় সংসারের সামগ্রী ‘নিলাম’-এর আয়োজন করলেন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কর্মীরা।

Advertisement

সেই নিলামে কেউ হাঁড়ি-কড়াই এনেছেন, কেউ নিয়ে গিয়েছেন সন্তানের প্রিয় পুতুলটিও। তাঁদের সমর্থনে নিজের ঘরের পুরনো কিছু জিনিসও নিলামে বিক্রি করেছেন স্থানীয় কংগ্রেস নেতা ড্যানিয়েল লাংথাসা। পরিষদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কর্মচারীরা বাধ্য হয়েই ঘরের জিনিসপত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যাঁদের ছেলেমেয়েরা বাইরে পড়ছে, খরচ জোগাতে না পেরে অনেকেই তাদের ফিরিয়েও আনছেন।

চোখ খোলেনি পরিষদের ক্ষমতাসীন বিজেপি নেতাদের। মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা কংগ্রেস আমলকেই দায়ী করে পাশ কাটাতে চেয়েছেন। তাঁর কথায়, ‘‘বকেয়ার অধিকাংশটাই আমরা দায়িত্ব নেওয়ার আগের। তবু সরকারের সঙ্গে কথা বলছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন